ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেয়ার্নের এ কেমন হাল?

প্রকাশিত: ১০:০৪, ৪ নভেম্বর ২০১৯

 বেয়ার্নের এ কেমন হাল?

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগার সবচেয়ে সফল দল বেয়ার্ন মিউনিখ। সর্বোচ্চ ২৯বার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। সর্বশেষ টানা সাতবার বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হওয়ার নজিরও বেয়ার্ন মিউনিখের। তবে চলতি মৌসুমে যেন দেখা যাচ্ছে ভিন্ন এক বেয়ার্ন মিউনিখকে। বর্তমান চ্যাম্পিয়নরা বড় ধাক্কাটা খেয়েছে শনিবার। নিজেদের মাঠে এইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট এদিন ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বেয়ার্ন মিউনিখকে। লীগের এই মৌসুমে এটা বেয়ার্নের দ্বিতীয় হার। ম্যাচ শুরুর ৯ মিনিটেই এদিন দশজনের দলে পরিণত হয় বাভারিয়ানরা। ফ্র্যাঙ্কফুর্ট ফরোয়ার্ড গঞ্জালোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জেরমি বোয়াটেং। কিন্তু স্বাগতিক খেলোয়াড়দের দাবির পর ভিএআরের সহায়তা নেন রেফারি। তাতেই কপাল পুড়ে বেয়ার্নের। এই সুযোগটা বেশ ভালই কাজে লাগায় ফ্র্যাঙ্কফুর্ট। ৩৩ মিনিটের মধ্যে দুই গোল করে স্বাগতিকরা। ফিলিপ কসতিচের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জিব্রিল শো। প্রথমার্ধের ৩৭ মিনিটে ব্যবধান কমান রবার্ট লেভানডোস্কি। বিরতির পর আরও জ্বলে ওঠে স্বাগতিক শিবির। ফ্র্যাঙ্কফুর্টের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। একে একে গোল করেন ডেভিড আব্রাহাম, মার্টিন ইন্টারেগার এবং গঞ্জালো। এর ফলে ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্র্যাঙ্কফুর্ট। যে দলটাকে ফ্র্যাঙ্কফুর্ট গোলবন্যায় ভাসিয়েছে এই দলের কাছেই আগের ১৫ ম্যাচ হেরেছে তারা। ১৬ বারের চেষ্টায় সফল হলো ফ্র্যাঙ্কফুর্ট। অঘটনের শিকার হওয়ার ফলে বেয়ার্ন নেমে গেছে পয়েন্ট তালিকার চারে। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। বেয়ার্নের সমান পয়েন্ট নিয়ে ওপরে লিপজিগ এবং ফ্রেইবুর্গ। দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ১৯। তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুশিয়া মনশেনগ্লাডব্যাচ।
×