ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইন্টারকে টপকে ফের শীর্ষে জুভেন্টাস

প্রকাশিত: ১০:০৩, ৪ নভেম্বর ২০১৯

 ইন্টারকে টপকে ফের শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ যুভেন্টাসের একের পর এক প্রচেষ্টা ভেস্তে যাচ্ছিল তোরিনোর গোলরক্ষকের দৃঢ়তায়। তবে দলের অতি প্রয়োজনের মুহূর্তে দারুণ এক গোল করলেন মাটাইস ডি লিখট। এতে ইন্টার মিলানকে টপকে সিরি’এ লীগের শীর্ষে ফিরল শিরোপাধারীরা। ইতালির শীর্ষ লীগে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে শনিবার রাতে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। একমাত্র দল হিসেবে আসরে এখন পর্যন্ত অপরাজিত টানা আটবারের চ্যাম্পিয়নদের এটি নবম জয়। ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম সুযোগটি পায় অবশ্য তোরিনো। ডি বক্সের ঠিক বাইরে রোনাল্ডো বল হারালে পেয়ে যান টমাস রিনকন। তবে দুর্বল শটে হতাশ করেন ভেনিজুয়েলার এই মিডফিল্ডার। ৩১ মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু বক্সে দু’জনের মধ্যে দিয়ে সামনে এগিয়ে পাওলো দিবালার নেয়া শটটি পাঞ্চ করে ফেরান গোলরক্ষক। বিরতির ঠিক আগে আবারও গোলরক্ষক সালভাতরে সিরিগুর দারুণ সেভে গোলবঞ্চিত হয় শিরোপাধারীরা। রোনাল্ডোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে যায় ছোট বক্সের মুখে মাটাইস ডি লিখটের কাছে। ডাচ এই ডিফেন্ডার ঠিকমতো শট নিতে না পারলেও বল জালে জড়াতে যাচ্ছিল। কিন্তু তা দারনিভারে রুখে দেন ইতালিয়ান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে রোনাল্ডোর আরেকটি শট ঝাঁপিয়ে ঠেকান সিরিগু। ৬৯ মিনিটে হিগুয়াইনের জোরালো হাফ ভলিও কর্নারের বিনিময়ে ফেরান ম্যাচ জুড়ে দারুণ খেলা এই গোলরক্ষক। ওই কর্নার থেকেই কাক্সিক্ষত গোল আদায় করে নেয় জুভেন্টাস। ডানদিক থেকে হিগুয়াইনের বাড়ানো বল জোরালো শটে ঠিকানায় পাঠান ডি লিখট। আয়াক্স থেকে জুলাইয়ে আসা ডাচ এই ডিফেন্ডারের নতুন ঠিকানায় এটি প্রথম গোল। পরের মিনিটেই ডিফেন্ডারদের পেছনে ফেলে জুভেন্টাসের ডি-বক্সে ঢুকে পড়েন ক্রিস্তিয়ান আনসালদি। তবে তার শট পা বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ১১ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ২৯। দিনের আগের ম্যাচে বোলোনিয়াকে ২-১ গোলে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল ইন্টার। কিন্তু জুভেন্টাসের জয়ে দুই নম্বরে নেমে গেছে আন্তোনিও কন্টের দল।
×