ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেনাপোলে আমদানি বন্ধ, রফতানি হচ্ছে আংশিক

প্রকাশিত: ০৯:২৭, ৪ নভেম্বর ২০১৯

 বেনাপোলে আমদানি বন্ধ, রফতানি  হচ্ছে আংশিক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতীয় সার্ভারে ত্রুটির কারণে রবিবারও বন্ধ ছিল বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি। তবে দু’দেশের কাস্টমস কর্তৃপক্ষের চেষ্টায় এদিন বাংলাদেশ থেকে ৩৫ ট্রাক রফতানি পণ্য সম্ভব হয়েছে। এদিকে টানা দু’দিন আমদানি বন্ধ থাকায় সীমান্তের দু’পাড়ে আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। ভারতের পেট্রাপোল বন্দরের ইন্টারনেট সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় গত শনিবার সকালে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে-কলমে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতো। বর্তমানে বন্দর অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় ওই সব কাজ অনলাইনের মাধ্যমে করা হয়। শনিবার সকাল থেকে পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগে বিঘ্ন হওয়ায় পণ্য খালাস ও আমদানি-রফতানি বন্ধ রয়েছে। দুই দেশের সীমান্তে আটকা পড়ে পণ্য বোঝাই কয়েক শ’ ট্রাক। এদিকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় একহাজারের অধিক পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্য রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, মাছ ইত্যাদি। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরী জানান, রবিবার সকাল থেকে ৩৫ ট্রাক পণ্য ভারতে রফতানি করা সম্ভব হয়েছে। পেট্রাপোলের সমস্যা সমাধানে ভাতীয় কাস্টমস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। বেনাপোল ইমিগ্রেশনে চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মহাসিন খান বলেন, ভারতীয় কাস্টমসের সার্ভার জটিলতায় এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রী পারাপার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে পেট্রাপোলে বিরাজমান সঙ্কট দ্রুত নিরসনের দাবিতে বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন রবিবার ভারতের ওয়েস্ট বেঙ্গল কাস্টম হাউজের প্রিন্সিপ্যাল কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে।
×