ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লা লিগায় মেসি-রামোসদের হতাশার রজনী

প্রকাশিত: ০৯:০৭, ৪ নভেম্বর ২০১৯

 লা লিগায় মেসি-রামোসদের হতাশার রজনী

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। লা লিগার আরও দুই শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ ও তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার মাঠে নেমেছিল এই তিন জায়ান্টদের প্রত্যেকেই। লেভান্তের মাঠে এদিন হতাশাজনক পারফর্মেন্স উপহার দিয়েছে কাতালানরা। লেভান্তের কাছে ৩-১ গোলে হেরেছে আর্নেস্তো ভালভার্ডের দল। বার্সার হারের ফলে লীগ টেবিলের শীর্ষে উঠার সুযোগ তৈরি হয় রিয়াল মাদ্রিদের। কিন্তু দুর্ভাগ্য লস ব্ল্যাঙ্কোসদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করে বসে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। তবে দিনের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়া ২-১ গোলে এস্পানিওলকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। অথচ লেভান্তের বিপক্ষে প্রথমেই এগিয়ে গিয়েছিল সফরকারী বার্সিলোনা। নেলসন সেমেদোকে ফাউলের কারণে জর্জ মিরামোনের বিপক্ষে পেনাল্টি দেন ম্যাচ রেফারি। পেনাল্টির সৌজন্যে ৩৮ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লিওনেল মেসি। গত পাঁচ ম্যাচে আর্জেন্টাইন তারকার এটি ষষ্ঠ গোল। শুধু তাই নয়, বাম পায়ে এটা মেসির ক্যারিয়ারের ৫০০তম গোল। এর পরপরই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন কাতালানদের অধিনায়ক। কিন্তু ব্যর্থ হন। যার ফলে ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে তাই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে লেভান্তে। সেটার প্রমাণও মেলে খুব দ্রুত। দ্বিতীয়ার্ধে মাত্র ৭ মিনিটের ব্যবধানেই তিন গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান কাম্পানা-মায়োরাল-রাডোজারা। ম্যাচের ৬১, ৬৩ ও ৬৮ মিনিটে লেভান্তের হয়ে গোলগুলো করেন যথাক্রমে কাম্পানা, বোর্জা মায়োরাল এবং নেমাঞ্জা রাডোজা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি কাতালান ক্লাবটি। অফসাইডের কারণে মেসির একটি গোল বাতিল না হলে ম্যাচের ফলাফলটা হয়তো অন্যরকম হতে পারতো। ম্যাচের শেষে চরম হতাশ বার্সিলোনার কোচ। আর্নেস্তো ভালভার্ডে বলেন, ‘সবকিছুই এখানে পরিষ্কার। দ্বিতীয়ার্ধের শুরুটা আমরা ভাল করেছিলাম। কিন্তু কোন সুযোগ সৃষ্টি করতে পারিনি। বিপরীতে তারা হঠাৎ করেই দুই গোল করে বসে। তৃতীয় গোলটি আমাকে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে। তবে প্রতিপক্ষ সবসময়ই আমাদের বিপক্ষে এমনভাবে খেলে যে এটাই তাদের জন্য বছরের সবচেয়ে বড় ম্যাচ। যে কারণে অনেক সময় পরিস্থিতি কঠিন হয়ে পড়ে।’ বার্সার পরাজয়ের পরই ভালভার্ডের ভবিষ্যত নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবারও তার ব্যতিক্রম নয়। লেভান্তের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে ডান কাফ ইনজুরির কারণে লুইস সুয়ারেজ মাঠ ত্যাগ করেন। এটা অবশ্য বার্সার কোচকে বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। লা লিগায় বার্সিলোনার ম্যাচ আগে হওয়ায় রিয়াল মাদ্রিদ, এ্যাটলেটিকো ও সেভিয়ার সামনে টেবিলের শীর্ষে ওঠার দারুণ সুযোগ এসেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে তিন দলই। তবে রিয়াল বেটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের গোলশূন্য ড্র হতাশ করেছে সমর্থকদের। এডেন হ্যাজার্ডের এক গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সার্জিও রামোস ও করিম বেনজেমাও সুযোগ নষ্ট করেছেন। এদিকে নিজেদের মাঠে ফ্র্যাংকো ভাজকুয়েজের গোলে ২৮ মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। ৬০ মিনিটে আলভারো মোরাতার গোলে সমতায় ফিরে এ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে স্পটকিক থেকে কস্তার শট রুখে দিয়ে ম্যাচের নায়ক বনে যান সেভিয়ার গোলরক্ষক টমাস ভাকলিক। লেভান্তের কাছে হারের পরও শীর্ষ স্থান ধরে রাখল বার্সিলোনা। তাদের সংগ্রহে ১১ ম্যাচ থেকে ২২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ।
×