ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাফিয়াদের নিশানায় রোনাল্ডো, অভিযোগ মায়ের

প্রকাশিত: ০৯:০৬, ৪ নভেম্বর ২০১৯

 মাফিয়াদের নিশানায় রোনাল্ডো, অভিযোগ মায়ের

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির মতো তিনিও পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী। এবারও খেতাবি দৌড়ে প্রবলভাবে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু সিআর সেভেনের মা মারিয়া দোলোরেস দস স্যান্টোস আভেইরো মনে করেন, আরও বেশি সংখ্যায় ব্যালন ডি’অর জিততে পারতেন রোনাল্ডো। ফুটবল মাফিয়াদের জন্য তা হয়নি। এখানেই শেষ নয়। তার বিস্ফোরক অভিযোগ, ইংল্যান্ড বা স্পেনের নয় বলেই ফুটবল মাফিয়াদের নিশানায় রোনাল্ডো। আগামী ডিসেম্বরে প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান। তার একমাস আগে রোনাল্ডোর মায়ের এই চাঞ্চল্যকর অভিযোগে আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল বিশ্বে। পর্তুগালের একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ফুটবলে এখন মাফিয়াদের আধিপত্য। সবকিছুর নেপথ্যেই রয়েছে মাফিয়ারা। রোনাল্ডো যদি ইংল্যান্ড বা স্পেনের নাগরিক হতো তাহলে কখনও সমস্যায় পড়তে হতো না। পর্তুগীজ বলেই মাফিয়াদের নিশানায় ও। তার মতে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেয়া উচিত রোনাল্ডোকেই। তিনি বলেছেন, এবার ও’র ব্যালন ডি’অর জেতার ব্যাপারে আমি দারুণ আত্মবিশ্বাসী। কারণ গত মৌসুমে জুভেন্টাসের হয়ে সবকিছুই করেছে রোনাল্ডো। তাই ও’র এই পুরস্কার জেতা উচিত। এর পরেই তিনি যোগ করেছেন, যদিও শেষ পর্যন্ত রোনাল্ডো ষষ্ঠ ব্যালন ডি’অর জিতবে কি না তা বলতে পারব না। একা রোনাল্ডোর মা নন, এর আগে জুভেন্টাস তারকার বোন এলমা দল স্যান্টোসও এই অভিযোগ করেছিলেন। প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, দুর্ভাগ্যবশত আমরা একটা পৃথিবীতে বাস করি যা ফুটবল মাফিয়া ও অর্থের প্রভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে।
×