ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন জায়ান্টের রোমাঞ্চকর জয়

প্রকাশিত: ০৯:০৬, ৪ নভেম্বর ২০১৯

 তিন জায়ান্টের রোমাঞ্চকর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ছিল রোমাঞ্চকর একদিন। নাটকীয়তায় ঠাসা। দিনের প্রথম ম্যাচ অবশ্য হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের। বোর্নমাউথের মাঠে যে এদিন হেরে যায় রেড ডেভিলরা। আর্সেনাল ১-১ গোলে ড্র করে বসে তুলনামূলক খর্বশক্তির দল ওল্ভসের সঙ্গে। তবে রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রিমিয়ার লীগের তিন জায়ান্ট লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং চেলসি। দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়েছে স্বাগতিক এ্যাস্টন ভিলাকে। নিজেদের মাঠে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও একই ব্যবধানে পরাজিত করেছে সাউদাম্পটনকে। ওয়াটফোর্ডের বিপক্ষে চেলসির জয়টাও ২-১ গোলের। এছাড়া দিনের অন্য মাচগুলোতে ব্রাইটন ২-০ ব্যবধানে নরউইচকে, শেফিল্ড ইউনাইটেড ৩-০ গোলে বার্নলিকে এবং নিউক্যাসল ইউনাইটেড ৩-২ ব্যবধানে হারিয়েছে ওয়েস্টহ্যামকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেনি লিভারপুল। প্রথম ১০ ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে তারা। বাকি ম্যাচের ফলাফল ড্র। এ্যাস্টন ভিলার বিপক্ষে তাই স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে মাঠে নামে জার্গেন ক্লপের দল। কিন্তু নিজেদের মাঠে দুর্দান্ত শুরু করে স্বাগতিরা। প্রথমার্ধের ২১ মিনিটেই এগিয়ে যায় এ্যাস্টন ভিলা। জন ম্যাকগিনের ফ্রি-কিক থেকে গোল করে স্বাগতিক শিবিরে উচ্ছ্বাসের জোয়ার এনে দেন ট্রেজেগুয়েট। গ্রীষ্মকালীন দলবদলে এ্যাস্টন ভিলায় যোগ দেয়ার পর ক্লাবের হয়ে এটাই ট্রেজেগুয়েটের প্রথম গোল। এই গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকে ইউরোপসেরার মুকুটপরা দলটি। ততক্ষণে মনে হচ্ছিল লিভারপুলের ১০ মাস অপরাজিত থাকার রেকর্ড এবার ভাঙ্গতে যাচ্ছে। কিন্তু দলটা যেহেতু লিভারপুল তাই মনে হয় গল্পটাও ব্যতিক্রম। ম্যাচ শেষের তিন মিনিট আগে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান এ্যান্ডি রবার্টসন। স্বস্তি ফিরে অলরেডদের শিবিরে। রোমাঞ্চ যেন তখনও বাকি হ্যাঁ, ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪) গোল করে লিভারপুলকে পূর্ণ তিন পয়েন্ট উপহার দিয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন সাদিও মানে। এর ফলে শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকল লিভারপুলের। চলতি মৌসুমের প্রথম ১১ ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট ৩১। ১৯৬০-৬১ সালের পর প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ল তারা। লিভারপুলের আগে এই রেকর্ডটা করেছিল কেবল টটেনহ্যাম হটস্পার। এ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের ফলে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধানটাও ছয়ে থাকল লিভারপুলের। প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের জয়টাও এদিন অনেক ঘাম ঝরানোর ফসল। কেননা ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন ম্যাচ শুরুর ১৩ মিনিটেই গোল হজম করে বসে সিটিজেনরা। দারুণ এক গোল করে সফরকারী সমর্থকদের উল্লাসে মাতান ওয়ার্ড প্রাউজ। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সাউদাম্পটন। অন্যদিকে চাপ বেড়ে যায় গার্ডিওলার শিষ্যদের। তথাপি হাল ছাড়েনি স্বাগতিক শিবির। ধৈর্য ধরে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে যায় ম্যাচে ফেরার। সেই ফল পায় দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে। সার্জিও এ্যাগুয়েরোর গোলে সমতায় ফিরে ম্যানচেস্টার সিটি। তারপরও পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষের স্বপ্ন বুনছিল সফরকারী দল। কিন্তু ৮৬ মিনিটে কাইল ওয়াকার গোল করে হতাশায় ডুবান সাউদাম্পটন সমর্থকদের। সফরকারীদের বিপক্ষে নিজে গোল করার আগে সার্জিও এ্যাগুয়েরোর গোলটির এ্যাসিস্টও করেছিলেন ওয়াকার। প্রিমিয়ার লীগের কোন ম্যাচে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ঘটনা এটাই প্রথম। এই ম্যাচের শেষে দারুণ খুশি সিটিজেনদের অভিজ্ঞ কোচ গার্ডিওলা। তবে জানালেন, ধৈর্য না হারিয়ে নিজেদের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করার ফলেই এসেছে এই জয়। তবে ম্যানচেস্টার সিটির চাপ বাড়িয়ে দিয়েছে এদিন চেলসির জয়। কেননা ওয়াটফোর্ডকে হারিয়ে যে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। ১১ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান এখন তিন নম্বরে। ম্যানচেস্টার সিটির সমান ম্যাচ থেকে দখলে ২৫ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১। দুই নম্বরে থাকা সিটিজেনদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে রয়েছে জার্গেন ক্লপের দল।
×