ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নামিবিয়া

প্রকাশিত: ০৯:০৫, ৪ নভেম্বর ২০১৯

টি২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নামিবিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপ এবার হবে অস্ট্রেলিয়ায়। আগামী বছর অক্টোবরে শুরু হবে। ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নবেম্বর শেষ হবে। এ বিশ্বকাপে শুরুতে বাংলাদেশ প্রথম রাউন্ডে খেলবে। যেটাকে আসলে বাছাইপর্বই ধরা হয়। এই পর্বে গ্রুপপর্বের সেরা দুই দলের একটি হতে পারলে মূলপর্বে খেলার সুযোগ মিলবে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নামিবিয়া। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটি ১৯ অক্টোবর হবে। এরপর ২১ অক্টোবর হল্যান্ড ও ২৩ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে চার দল আছে। পয়েন্ট তালিকায় দুটি দল পরের রাউন্ডে খেলবে। অর্থাৎ মূলপর্বে খেলবে। সেরা ১২তে খেলবে। বাংলাদেশ প্রথম রাউন্ডে গ্রুপপর্বের সেরা দুই দলের একটি হতে পারলেই মূলপর্বে খেলবে। যে পর্ব ২৪ অক্টোবর শুরু হবে। প্রথম রাউন্ডের সবকটি ম্যাচ অস্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। সঙ্গে প্রথমবারের মতো নামিবিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে। এই দলটির বিরুদ্ধে ম্যাচ দিয়েই বাংলাদেশের টি২০ বিশ্বকাপের মিশন শুরু হবে। টি২০ র‌্যাঙ্কিংয়ে সেরা ৮ দলের একটি হতে পারেনি বাংলাদেশ। ৩১ ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে যে দলগুলো র‌্যাঙ্কিংয়ে সেরা আটে ছিল, তারাই সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। যে পর্বকে সেরা ১২ দলের পর্ব ধরা হচ্ছে। বাংলাদেশ তখন র‌্যাঙ্কিংয়ে ১০ম স্থানে ছিল। নবম স্থানে থাকায় শ্রীলঙ্কাকেও প্রথম রাউন্ডে খেলতে হবে। তবে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সরাসরি মূলপর্বে খেলবে। টি২০তে আফগানিস্তান যে অনেক শক্তিশালী দল, এতেই প্রমাণ হয়। প্রথম রাউন্ডে ‘এ’ (শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, ওমান) ও ‘বি’ (বাংলাদেশ, হল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড) দুটি গ্রুপ রয়েছে। একেক গ্রুপে চারটি করে দল রয়েছে। মূলপর্বেও দুটি গ্রুপ রয়েছে। প্রথম রাউন্ডে দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট চারটি দল মূলপর্বে খেলবে। সেরা ১২তে খেলবে। মূলপর্বে ‘গ্রুপ ১’-এ এরই মধ্যে চারটি দল (পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ) এবং ‘গ্রুপ ২’-এতেও চারটি দল (ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান) রয়েছে। দুই গ্রুপে আরও দুটি করে দল প্রথম রাউন্ড থেকে যুক্ত হবে। মূলপর্বে একেক গ্রুপে ছয়টি করে দল থাকবে। প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকায় ‘এ গ্রুপে’র সেরা দল ও ‘বি গ্রুপে’র দ্বিতীয় সেরা দল মূলপর্বে ‘গ্রুপ ১’-এ খেলবে। আর ‘এ গ্রুপে’র দ্বিতীয় সেরা ও ‘বি গ্রুপে’র সেরা দল ‘গ্রুপ ২’-এ খেলবে। বাংলাদেশ ‘বি গ্রুপে’র সেরা দল হয়েই মূলপর্বে খেলবে তা ধরেই নেয়া হচ্ছে। তাই যদি হয় তাহলে ২৬ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে, ২৮ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে, ২ নবেম্বর প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিরুদ্ধে, ৫ নবেম্বর ভারতের বিরুদ্ধে, ৮ নবেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করবে বাংলাদেশ। আর যদি প্রথম রাউন্ডে গ্রুপ সেরা না হয়ে কোনভাবে দ্বিতীয় সেরা হয় বাংলাদেশ, তাহলে ২৫ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে, ২৭ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ৩০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ৩ নবেম্বর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ৬ নবেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। মূলপর্বে গ্রুপপর্বের সেরা দুই দলের একটি হতে পারলে সেমিফাইনাল খেলার সুযোগ মিলবে। ১১ ও ১২ নবেম্বর দুটি সেমিফাইনাল হবে। সেমিফাইনাল জিতলে ১৫ নবেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে খেলার সুযোগ মিলবে। টি২০ বিশ্বকাপের শুরুতে ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান থাকতে পারবেন না। তিনি নিষিদ্ধ হয়েছেন। ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে ক্রিকেটে ফিরতে পারবেন না। এর মধ্যে প্রথম রাউন্ড পেরিয়ে মূলপর্বেও অন্তত দুটি ম্যাচ শেষ হয়ে যাবে। বাংলাদেশ সাকিবকে ছাড়া কী বেশিদূর যেতে পারবে? সেই প্রশ্নের উত্তর সময়ই মিলবে। তবে আপাতত টি২০ বিশ্বকাপের সূচী চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটিই নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। এ ম্যাচ দিয়েই বাংলাদেশের টি২০ বিশ্বকাপের মিশনও শুরু হয়ে যাবে।
×