ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সম্মেলন

নাসির উদ্দিন ইউসুফ সভাপতি, ময়না সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০৯:০৩, ৪ নভেম্বর ২০১৯

 নাসির উদ্দিন ইউসুফ সভাপতি,  ময়না সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার ৮ম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন উৎসব-২০১৯’ রবিার শেষ হয়েছে। ১ নবেম্বর থেকে ৩ নবেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলন ও নাট্যোৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ও উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উদ্বোধনী দিনে বাংলাদেশ মহিলা সমিতিকে সেলিম আল দীন পদক প্রদান করা হয়। সমিতির পক্ষে পদক গ্রহণ করেন সিতারা আহসানুল্লাহ ও তানিয়া বখত। অনুষ্ঠানে একইসঙ্গে ‘মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম সম্মাননা’ প্রদান করা হয় চট্টগ্রামের নাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে। ফওজিয়া ইয়াসমিন শিবলী পদকপান নাট্যকার রুমা মোদক। এদিকে অষ্টম জাতীয় সম্মেলনের দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়। জাতীয় কমিটিতে পুনরায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নির্বাচিত হোন বাংলা নাটকের সুবর্ণপুত্র নাসির উদ্দিন ইউসুফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৌফিক হাসান ময়না। বাংলাদেশ গ্রাম থিয়েটারের জাতীয় সম্মেলন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচ শতাধিক কাউন্সিলর ও ডেলিগেটর অংশগ্রহণ করেন। দুইদিনের জাতীয় সম্মেলনে দুটি কাউন্সিল অধিবেশন ছাড়াও, সেমিনার পত্রপাঠ, জাতীয় নাট্য আঙ্গিক ও নাট্যরীতি নির্মাণের আলোচনা, পালা বহুরূপে আসবো ফিরে ও নাট্যাচার্য সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’, ‘চাকা’ ও ‘ইতি পত্রমিতা’ মঞ্চায়িত হয়। শনিবার সভাপতি নাসির উদ্দিন ইউসুফের ঢাকা ঘোষণার মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি হয়। ঢাকা ঘোষণায় নাসির উদ্দিন ইউসুফ বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, জাতীয় নাট্য আঙ্গিক বিনির্মাণে সংগঠনসমূহ আগামী দিনে শেকড়ের অনুসন্ধান করে আমাদের হারিয়ে যাওয়া শিল্পরীতিকে বিশ্বমঞ্চে সুপ্রতিষ্ঠিত করার জন্য আরও বেশি করে সক্রিয় ভূমিকা রাখবে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মেলন সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অষ্টম জাতীয় সম্মেলন আমাদের নতুনভাবে আলোকিত করেছে, এই আলো নিয়ে নাট্যকর্মীরা নিজ থিয়েটারে ফিরে নিজ নিজ মেধা ও শ্রমের মাধ্যমে এলাকাকে আলোকিত করবেন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের পুনর্বার দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বগুড়া থিয়েটারের পক্ষ হতে সভাপতি নাসির উদ্দিন ইউসুফ ও সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নাসহ নতুন পর্ষদের সকলকে অভিনন্দন জানানো হয়। এদিকে সেলিম আল দীন উৎসবের তৃতীয় দিনে বাংলা অভিনয় রীতি ও প্রয়োগ কৌশল নিয়ে কর্মশালা পরিচালনা করেন মঞ্চ কুসুম শিমুল ইউসুফ। সন্ধ্যায় আনন জামান রচিত এবং শুদ্ধমান চৈতন নির্দেশিত ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটক মঞ্চায়িত হয়।
×