ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমেরিকার চলচ্চিত্র উৎসবে বাংলা ফাইভ ব্যান্ডের ‘মনে করো’

প্রকাশিত: ০৯:০২, ৪ নভেম্বর ২০১৯

 আমেরিকার চলচ্চিত্র উৎসবে বাংলা ফাইভ ব্যান্ডের ‘মনে করো’

সংস্কৃতি ডেস্ক ॥ আমেরিকার ২২তম ‘ইন্ডি মেমফিস ফিল্ম ফেস্টিভ্যাল’-এ নির্বাচিত হয়েছে বাংলা ফাইভ ব্যান্ডের জনপ্রিয় গান ‘মনে করো’র মিউজিক ভিডিও। চলচ্চিত্রের উৎসব হলেও প্রতিবারের মতো এবারও উৎসব রাঙাতে ‘মিউজিক ভিডিও পার্টি’ বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে আমেরিকাসহ তিনটি দেশের নির্বাচিত মিউজিক ভিডিও। এতে জার্মান শিল্পী ‘ইলেক্ট্রো হাফিজ’-এর মিউজিক ভিডিও ‘লুবোডিস্কা’, রাশিয়ান ব্যান্ড ‘লিটল বিগ’-এর ‘ফারাদেন্জা’র পাশাপাশি ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের গানটি নির্বাচিত হয়েছে। ব্যান্ডটির প্রথম এ্যালবাম কনফিউশনে প্রকাশিত গানটির ভিডিওটি দেশেও সমাদৃত হয়েছে। গানটির কথা ও সুর সিনা হাসান, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনিক আহম্মেদ, ভিডিও পরিচালনা করেন কারিশমা চৌধুরী, চিত্রগ্রহণে অমিত আশরাফ, প্রযোজনা হিমেল তারিক। একটি মূল চরিত্রে অভিনয় করেন নৃত্যশিল্পী ও মডেল উপমা। ‘মনে করো’ গানটির অডিও ও ভিডিও দুটিই ইউটিউবে প্রকাশ রয়েছে। উৎসবের ভেন্যু ব্ল্যাক লজ-এ বাংলা ফাইভের ‘মনে করো’ (ইমাজিন) প্রদর্শিত হবে আজ ৩ নবেম্বর রাত ৯টায়। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে বাংলা ফাইভ ব্যান্ডের সিনা হাসান বলেন, বিবি কিং বা প্রিসলির জন্মভূমি মেমফিসের বুকে আমাদের গান বাজবে, সেখানে জিম জারমাউসের মতো মানুষ থাকবেন, বিশ্ব ব্যান্ডের সাম্প্রতিক হিসেবে এটা আমাদের বিরাট প্রাপ্তি। তাছাড়া কারিশমা এদেশের তরুণ নারী নির্মাতাদের একজন, তারজন্যও অভিজ্ঞতাটা সুখকর হবে। নির্মাতা কারিশমা বলেন, দারুণ কিছু ঘটবে বলেই কখনও কখনও অঘটনগুলো অনিবার্য বলে মনে হয়। একটা যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আমাদের কিছু ফুটেজ হারিয়েছিলাম। এই দুর্ঘটনার পরপরই আমরা আমাদের স্বপ্ন আর ভাবনাগুলোর চিত্রায়নে আরও মরিয়া হয়ে উঠেছিলাম। স্বতঃস্ফূর্ত স্বপ্নকে নির্মাণের জন্য, ধারণকৃত একটা দৃশ্যের এরকম আকস্মিক ধ্বংসকে এখন তো ভীষণ আবশ্যিক ছিল মনে হচ্ছে আমার। নির্মাণের সঙ্গে জড়িত সকলকে এবং বিশেষ করে সেদিনের সেই দুর্ঘটনাকে জানাতে চাই আমার গভীর ভালবাসা। জানা যায়, ‘ইন্ডি মেমফিস ফিল্ম ফেস্টিভ্যালে আমেরিকার তরুণ বিখ্যাত শিল্পী জেসিকা রে, সোফি স্ট্রস, এলিস হাসেন, ব্যান্ড স্যাভেজ আফটার মিডনাইট, এশিয়ান সিসহ ১২ শিল্পীর মিউজিক ভিডিও প্রদর্শিত হতে যাচ্ছে। এবারের উৎসবের অন্যতম মূল আকর্ষণ হলো আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জিম জারমাউসের দুটি সেশন, আমেরিকার বিখ্যাত অভিনেত্রী ও পরিচালক সারা মিলার ড্রাইভারের জীবনের সকল চলচ্চিত্রকর্মের রেক্ট্রোস্পেক্টিভ এবং উপস্থিত থাকবেন তিনি নিজেই। এছাড়াও থাকবে সিক্রেট চলচ্চিত্র প্রদর্শনী, নতুন নির্মাতাদের জন্য পিচিং সেশন, রেগুলার স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, পুরস্কার সেশন ও প্যানেল টকস। তবে এত চলচ্চিত্র মেলার ভিড়ে শিল্পের খোরাকের আনন্দটা বাড়িয়ে দিতে এই মিউজিক ভিডিও পার্টি। এতে শুধু ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র নির্মাতারাই নন সেই সঙ্গে উপকৃত হবেন মিউজিশিয়ানরাও। প্রসঙ্গত সমালোচক মহলে প্রথম ইন্ডিপেন্ডেন্ট এ্যালবাম ‘লাস্টবেঞ্চ’-এর ‘লেফট রাইট’, ‘লাস্টবেঞ্চ’, ‘আমি ছুটে যাই’ ইত্যাদি গানের ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ার পর ২ বছর ধরে ব্যান্ড গড়ে তোলেন সিনা হাসান, গিটারিস্ট আহনাফ অনিক, বেজিস্ট রাফিন মাহমুদ ও ড্রামার আদনান রুশদী। এ বছরের শুরুতে তাদের প্রথম এ্যালবাম ‘কনফিউশন’ প্রকাশ হয়। মূলত ‘আর্ট ও ফাঙ্ক রক ঘরানার এ এলবামের টাইটেল ট্রাক ‘কনফিউশন’ গানটি মূলধারা থেকে আন্ডারগ্রাউন্ড সব শ্রোতা-সমালোচক মহলেই সমাদৃত হচ্ছে। এছাড়াও ‘সন্ধ্যা নামায়ে রাখি’ গানটি বাংলা গানের ইউটিউব ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে চ্যানেল থেকে আপলোড হয় এবং সবমিলে ২০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। ইতোমধ্যেই বিভিন্ন এফ এম ও এ্যাপের টপচার্টে বাজছে বাংলা ফাইভের গান। প্রবাসীদের মধ্যে মধ্যপ্রাচ্য, ইউএসএ, কোরিয়া ও অস্ট্রেলিয়ার শ্রোতারা নিয়মিত যুক্ত হচ্ছেন তাদের গানে। বাংলাদেশের পাশাপাশি ইতোমধ্যেই ভারত ও নেপালেও কনসার্ট করেছে বাংলা ফাইভ ব্যান্ড। ব্যান্ডটি জানায়, বছর শেষে প্রকাশ হতে যাচ্ছে ‘বাবা মায়ের পকেট’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও।
×