ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘কণ্ঠ’

প্রকাশিত: ০৯:০২, ৪ নভেম্বর ২০১৯

মুক্তি  পাচ্ছে জয়া আহসানের  ‘কণ্ঠ’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ৮ নবেম্বর শুক্রবার থেকে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার আলোচিত চলচ্চিত্র ‘কণ্ঠ’। এরই মধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশ থেকে সেন্সর ছাড়পত্রও অর্জন করেছে। বাংলাদেশে চলচ্চিত্রটি পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। সাফটা চুক্তির নীতিমালা মেনেই বাংলাদেশে ‘কণ্ঠ’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। ‘কণ্ঠ’ চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশের প্রায় ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। হলগুলোর মধ্যে রয়েছে ঢাকার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, বকবাস্টার্স সিনেমা, শ্যামলী সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, জয়দেবপুরের বর্ষা, বগুড়ার মম ইন, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ছায়াবানী, পাবনার রূপকথা এবং খুলনার শংখ ও লিবার্টি সিনেমা হলে। পরিবেশক প্রতিষ্ঠান থেকে জানা গেছে বাংলাদেশের প্রায় সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে গত মে মাসে চলচ্চিত্রটি ভারতে মুক্তি পায়। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মুক্তির এগারো দিনেই চলচ্চিত্রটি ২ কোটি রুপীর বেশি আয় করে। ‘কণ্ঠ’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে। চলচ্চিত্রে জয়া আহসান ও পাওলি ধাম ছাড়াও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।
×