ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সদস্য বাড়াতে কংগ্রেসের নতুন এ্যাপ

প্রকাশিত: ০৮:৪৩, ৪ নভেম্বর ২০১৯

 সদস্য বাড়াতে  কংগ্রেসের  নতুন এ্যাপ

পাঁচ কোটি সদস্য বাড়ানোর লক্ষ্যে নিয়ে অগ্রসর হচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। সারা দেশের পাঁচ কোটি সদস্যের ডাটাবেস তৈরি করার জন্য একটি এ্যাপ নির্মাণ করেছে তারা। এই ডাটাবেস নতুন সদস্যদের শ্রেণীগত অবস্থান ও পেশার উপর তৈরি করা হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দলের তৈরি করা এই এ্যাপটির নাম অফিসিয়াল আইএনসি মেম্বারশিপ। সোমবার থেকে এটি শুরু হতে পারে। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এ্যাপটিকে অনুমোদন দিয়েছেন। এ্যাপ নির্মাতা এক সদস্য বলেন, বিজেপির মতো মিসড কলের মাধ্যমে সদস্য বানাতে চায় না কংগ্রেস। বরং এই এ্যাপের মাধ্যমেই সদস্য বানাতে চায়। এই এ্যাপের মাধ্যমে সদস্যপদ গ্রহণ প্রথমে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ও গোয়ায় শুরু হবে। তারপর দেশের অন্য রাজ্যেও তা শুরু হবে। এই এ্যাপের মাধ্যমে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করতে হলে প্রথমে সেই ব্যক্তির ফোন নম্বর দিতে হবে। তারপর শ্রেণী ও পেশা সংক্রান্ত বিকল্পগুলি পূরণ করার পর তার সদস্যপদ ফর্ম জমা দিতে হবে। -দ্য হিন্দু
×