ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘এশিয়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে’

প্রকাশিত: ০৮:৩৭, ৪ নভেম্বর ২০১৯

 ‘এশিয়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে’

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এশিয়াকে জীবাশ্ম জ্বালানি বা কয়লার প্রতি ‘আসক্তি’ ছাড়তে হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে উল্লেখ করে এই দেশগুলোর সামনের সারিতে থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন। এশিয়ার অনেক দেশে কয়লা বিদ্যুত উৎপাদনের অন্যতম প্রধান উৎস বলে। বিবিসি। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গুতেরেস জলবায়ু পরিবর্তনকে ‘আমাদের সময়ের জন্য নির্ধারিত সমস্যা’ হিসেবে বর্ণনা করেন। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা ফলাফলের কথা তিনি উল্লেখ করেন এতে বলা হয়, আগে যা ভাবা হয়েছিল জলবায়ু পরিবর্তন তার চেয়েও বহু লাখ বেশি লোককে ২০৫০ সালের মধ্যে উপকূলীয় বন্যার ঝুঁকির মধ্যে ফেলবে।
×