ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাইমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১০:৪৫, ৩ নভেম্বর ২০১৯

 নাইমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ নাইমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী ‘আইসিপিডির মানবেরা বাংলাদেশের মুখচ্ছবি’ উদ্বোধন হয় ঢাকার আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে শনিবার সন্ধ্যায়। ইউএনএফপিএ বাংলাদশে ও আলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকার যৌথ আয়োজনে প্রদর্শনীটি আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি অশা তরকেলসন। অতিথিরা বলেন, এই চিত্র প্রদর্শনী আইপিসিডির বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্যকে একটি মুখচ্ছবি দান করবে, যা নাইরোবি সামিটের পূর্বে আইসিপিডির কার্যক্রমকে আরও বেশি গতিশীল উদ্দীপনা দান করবে। বাংলাদেশের জনগণের বলিষ্ঠ প্রতিকৃতি এবং চিত্রকর্মের মাধ্যমে, শুধু যে আইসিপিডির কার্যক্রমের মূলনীতি গুরুত্বপূর্ণ অংশীদারদের জানানো হবে তাই নয়, সেইসঙ্গে এটাও তুলে ধরা হবে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অগ্রযাত্রায় আইসিপিডি’র গুরুত্ব কেন অনস্বীকার্য। আলোকচিত্রগ্রাহক নাইমুজ্জামান প্রিন্স মূলত সামাজিক স্থির-চলচ্চিত্র নিয়ে কাজ করেন।
×