ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড় বানাবে আমিরাত

প্রকাশিত: ১০:৪৪, ৩ নভেম্বর ২০১৯

পাহাড় বানাবে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মাঝে মধ্যেই কিছু প্রকল্প হাতে নেয়া হয় যা সারাবিশ্বকে তাক লাগিয়ে দেয়। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা কিংবা পাম গাছের আকারে তৈরি পুরো দ্বীপ পাম জুমেইরা সেই তাক লাগানো প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। চোখ ধাঁধিয়ে যাওয়া এসব কীর্তির পর এবার তারা পাহাড় তৈরির চিন্তা করছে। বৃষ্টির জন্য তারা এমন চিন্তা শুরু করেছে। বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে তারা কৃত্রিম পাহাড় বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনা নিয়ে গবেষণা চালাচ্ছে মার্কিন সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এ্যাটমোসফেরিক রিসার্চ (এনসিএআর)। কি ধরনের পাহাড় তৈরি করলে আবহাওয়ায় ওপর কেমন প্রভাব পড়বে তা নিয়ে চলছে আলোচনা। পাহাড় কতটা উঁচু হবে, কেমন ঢাল থাকবে- সবই খতিয়ে দেখা হচ্ছে। গবেষণার পর প্রতিবেদন পেশ করা হবে। তার ভিত্তিতেই শুরু হবে কাজ। সাধারণভাবে বৃষ্টিপাতের জন্য পাহাড় খুবই গুরুত্বপূর্ণ। পাহাড়ের এক ঢালে বৃষ্টি হয় ও অপর দিক শুকনো থাকে। ইউএইতে বৃষ্টি একটা বড় সমস্যা। গ্রীষ্মে খুব সামান্যই বৃষ্টি হয়। ফলে বিভিন্ন জায়গায় ক্রমশ পানির সমস্যা তৈরি হতে শুরু করেছে। গত কয়েক বছরে বৃষ্টির জন্য কৃত্রিম ব্যবস্থা করতে ব্যাপক ব্যয় বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম মেঘ তৈরি করার ফলে গত বছর ২৪ ঘণ্টায় প্রচুর বৃষ্টিপাত হয়, সে জন্য বন্যা হয়েছে। এমনকি বিমানের ফ্লাইট পর্যন্ত বাতিল করতে হয়েছে। পাহাড় তৈরি করলে পরিমিত বৃষ্টি হবে। এক দশমিক দুই মাইল উচ্চতার পাহাড় তৈরি করতে মোটামুটিভাবে ২৩ হাজার কোটি ডলার খরচ হবে। এছাড়া পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতোমধ্যেই চার লাখ ডলার খরচ করেছে দেশটি। -এ্যারাবিয়ান বিজনেস
×