ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গন্ধ শুঁকে বিয়ে

প্রকাশিত: ১০:৪৪, ৩ নভেম্বর ২০১৯

 গন্ধ শুঁকে বিয়ে

ভারতের গুজরাটের গান্ধীনগর এলাকার পিয়াজে বিয়ের আগে কনের পরিবার ও এলাকার ২৫ ব্যক্তি বরযাত্রীদের মুখ শুঁকবে। মদের গন্ধ পেলে এক লাখ রুপী জরিমানা দিয়ে বাড়ি ফিরে যেতে হবে। শুধু তাই নয়, ওই গ্রামের কোন মেয়েকেই আর কখনও বিয়ে করার অনুমতি পাবে না। আর যদি বরযাত্রীদের মুখে মদের গন্ধ না পাওয়া যায়, তাহলে ওই গ্রামের মেয়ে বিয়ে করতে পারবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াজ এলাকায় মূলত ঠাকুর সম্প্রদায়ের মানুষের বাস। কয়েক বছর আগে মদ খেয়ে ওই গ্রামের ১৫ যুবক মারা যান। তারপর থেকেই কোন মদ্যপের সঙ্গে গ্রামবাসীরা সম্পর্ক রাখবেন না বলে সিদ্ধান্ত নেন। তারপর থেকে গ্রামের যে কোন পরিবারের অনুষ্ঠানে আগত অতিথিদের মুখ শোকেন কমপক্ষে ২৫ আত্মীয়। মদের গন্ধ না থাকলেই তাদের অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হয়। বিয়ের ক্ষেত্রে বরের মুখ শুকে দেখেন মেয়ের বাড়ির কমপক্ষে ২৫ সদস্য। মদের গন্ধ পেলে বিয়ে বাতিল। যদি তা না পাওয়া যায় তাহলের বিয়ে হয়। স্থানীয়দের কথায়, আগে কোনভাবেই মদের নেশা থেকে গ্রামের যুবকদের নিরস্ত করা যেত না। নতুন প্রথা চালু হওয়ার পরেই বদলে যায় পুরো চিত্র। এখন ওই গ্রামে কোন মদ্যপের আনাগোনা নেই। -ইন্ডিয়া টাইমস
×