ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

না’গঞ্জ তাঁতি দলের সম্মেলনে রিজভী

ক্যাসিনোবাজদের মান সম্মান থাকলেও রাজনীতিবিদদের নেই

প্রকাশিত: ১০:৪৩, ৩ নভেম্বর ২০১৯

  ক্যাসিনোবাজদের মান সম্মান থাকলেও রাজনীতিবিদদের নেই

স্টাফ রিপোর্টার ॥ দেশে ক্যাসিনোবাজদের মান-সম্মান থাকলেও সৎ রাজনীতিবিদদের মানসম্মান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সৎ পেশায় থেকে যারা রাজনীতি করে তাদের পুলিশের কনস্টেবল দিয়ে টানাহেঁচড়া করানো হয়। শনিবার দুপুরে নয়াপল্টন ভাসানী ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের দ্বি-বার্র্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিএনপি নেতাকর্মীরা এখন আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়ায়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার প্রতিহিংসার কারণে সাজানো মামলায় শাস্তি দিয়ে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে না, তাই তিনি এখন গুরুতর অসুস্থ। সম্মেলন উদ্বোধন করে রিজভী বলেন, আপনারা জানেন, নারায়ণগঞ্জের বিএনপি ও তাঁতি দলসহ কেউ একটু দাঁড়ানোর স্কোপ পর্যন্ত পায় না। আজকে নারায়ণগঞ্জ তাঁতি দলের দ্বি-বার্ষিক সম্মেলন ঢাকায় করতে হচ্ছে। কারণ নারায়ণগঞ্জ পুলিশ আওয়ামী লীগের চাইতে বেশি আওয়ামী লীগ হয়ে পড়েছে। এ জন্য তারা তাঁতি দলকে নারায়ণগঞ্জে সম্মেলন করতে দেয়নি। নারায়ণগঞ্জ জেলার পুলিশ এত বেশি আওয়ামী লীগ হয়ে পড়েছে যে, তারা চান দেশে বিএনপি থাকবে না। তারা চায় নারায়ণগঞ্জে বিএনপি নিশ্চিহ্ন থাকবে, বিএনপিকে কোন কর্মসূচী করতে দেয়া যাবে না। নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সভাপতি হাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির তাঁতি বিষয়ক সম্পদক হুমায়ূন ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ। সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের ৫ সদস্যের নতুন কমিটির ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন কমিটির সভাপতি হয়েছেন এমএআর শুক্কুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ পারভেজ রুবেল। কমিটির অন্য তিন নেতা হয়েছেন সহ-সভাপতি ইসমাইল শিকদার সিনিয়র, শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হামিদ উল্লাহ। বিএনপি নেতাকর্মীরা এখন আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়ায়- সেলিমা ॥ বিএনপি নেতাকর্মীরা এখন আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়ায় আর সরকারী দলের নেতারা বড় বড় কথা বলে বেড়ায় মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিমা রহমান বলেন, এমন কোন অপকর্ম নেই যা সরকার করছে না। এ সরকার বিনা ভোটে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশে এমন কোন অপকর্ম নেই যা করেনি বা করছে না। তাদের মুখে গণতন্ত্রের কথা, উন্নয়নের কথা মানায় না। সেলিমা বলেন, ক্যাসিনোর সঙ্গে জড়িত চুনোপুঁটি ধরতে গিয়ে সরকার এখন জনতার আদালতে পৌঁছে গেছে। কারণ সাধারণ মানুষ জানে সরকারের উচ্চ পর্যায়ের লোকদের ধরছে না। তারা এসব চুনোপুঁটিদের ধরে বিএনপিকে আক্রমণ করার আরেকটি নতুন ইস্যু খুঁজছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে ধরা হচ্ছে না বলে তারা আইওয়াশ বলছে। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আয়োজক সংগঠনের ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
×