ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১০:৩৮, ৩ নভেম্বর ২০১৯

 কুয়েট অনির্দিষ্টকালের  জন্য বন্ধ  ঘোষণা

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্তঃফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুটি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম শুক্রবার রাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে শনিবার বিকেলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে চলা আন্দোলনে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের ওপর হামলার অভিযোগে ৪০-৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে অন্যায় দাবি না মানায় শনিবার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে তুলে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। -খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। কুয়েটের রেজিস্ট্রার জিএম শহিদুল আলম স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বদ্যিালয়ের আন্তঃফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। একইসঙ্গে ২ নবেম্বর বিকেল পাঁচটার মধ্যে ছাত্রদের এবং ৩ নবেম্বর সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, দফতর ও কার্যালয় এ বন্ধের আওতামুক্ত থাকবে।’ জানা গেছে, শুক্রবার বিকেলে কুয়েটের দুটি হলের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী রেফারির ওপর হামলা চালায়। তাকে রক্ষায় এগিয়ে গেলে সহকারী রেফারিও লাঞ্ছিত হন। সন্ধ্যা নাগাদ এ উত্তেজনা এমএ রশীদ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলে ছড়িয়ে পড়ে। অমর একুশে হল ও ফজলুল হক হলের জানালার গ্লাস ভাংচুর করা হয়। সংঘর্ষে ৫-৬ জন আহত হয়। রাতে উত্তেজনা আরও ব্যাপক আকার ধারণ করলে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে প্রশাসন জরুরী সভা ডেকে শুক্রবার মধ্যরাতেই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়। এদিকে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও শনিবার সকাল ও বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে যথারীতি অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা জানান, ঘটনা তদন্তে ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য বলা হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে গেছে। পাবিপ্রবি ভিসির বাসভবন ঘেরাও দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. এম রোস্তম আলীসহ প্রশাসনের সব কর্মকর্তার পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য তার বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে প্রক্টরিয়াল বডি, সব অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করেন উপাচার্য। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ফাঁস হওয়া পাবিপ্রবি উপাচার্য ড. এম রোস্তম আলীর কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরতের অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে গত পাঁচদিন ধরে আন্দোলন করছেন। দাবি পূরণে বেঁধে দেয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচী পালন করছেন। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচী পালন শেষে পরবর্তী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষকে পুকুরে ফেলে দিল ছাত্রলীগ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে চুবালো ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুর দেড়টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে নিজ কার্যালয়ে যাওয়ার সময় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তাকে ধরে চ্যাঙ্গদোলা করে তুলে নিয়ে গিয়ে ১২ থেকে ১৫ ফুট গভীরের পুকুরের পানিতে ফেলে দেয়। তবে সাঁতার জানার কারণে তিনি রক্ষা পান বলে জানিয়েছেন অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ। তিনি বলেন, ‘বিভিন্ন সময় ছাত্রলীগের ছেলেরা অন্যায় দাবি নিয়ে আসতো আমার কাছে। সে সব দাবি না মানায় তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। তাদের দাবিগুলো মানার মতো থাকে না।’ অধ্যক্ষ বলেন, ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রের ফরম পূরণ হয়নি। সেই দুই ছাত্রের ফরম পূরণ করানোর জন্য সকালে কয়েকজন আমার কাছে এসেছিল। কিন্তু আমি বিভাগীয় প্রধানের কাছে যেতে বলি। এ সময় তারা আমাকে নিয়ে আমার সামনে অশালীন মন্তব্য করে। এতে আমি তাদের ওপর ক্ষুব্ধ হয়ে কয়েকটি কথা বলি। এরপর তারা আমার ওপর ক্ষুব্ধ হয়ে বের হয়ে যায়। অধ্যক্ষ ফরিদ উদ্দীন বলেন, দুপুরে নামাজ পড়ে অফিসে যাওয়ার সময় কামাল হোসেন সৌরভ আমার পথ আটকে দাঁড়িয়ে বলে, ‘স্যার কথা আছে। একটু পুকুরের ধারের দিকে আসেন।’ আমি যেতে না চাইলে তারা আমাকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়। এরপর তারা পালিয়ে যায়। অধ্যক্ষ বলেন, যেখানে আমাকে ফেলে দেয়া হয়েছে সেখানে পানির গভীরতা ১২ থেকে ১৫ ফুট। আমি সাঁতার জানি বলে বেঁচে গেছি। সাঁতার না জানলে হয়তো আজই শেষ হয়ে যেতাম। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি। আন্দোলনকারীদের বিরুদ্ধে জাবি প্রশাসনের মামলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে চলা আন্দোলনে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের ওপর ‘হামলা’ করেছে দাবি করে অজ্ঞাত ৪০-৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্র্রধান নিরাপত্তা কর্মকর্তী সুদীপ্ত শাহীন আশুলিয়া থানায় মামলাটি করেন। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা জানান, এ মামলা প্রতারণামূলক এবং আন্দোলন দমানোর জন্য। শনিবার বিকেলে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে আন্দোলনকারীরা বলেন, উপাচার্য গোয়েন্দা সংস্থা দিয়ে শিক্ষকদের ভয়ভীতি দেখাচ্ছেন, শিক্ষার্থীদের মামলা দিয়ে ভয় দেখাচ্ছেন আর উপাচার্যপন্থী শিক্ষকরা অবরোধ কার্যক্রমে হামলা করছেন। যেকোন সময়ে উপাচার্যকে তার বাসভবনে অবরুদ্ধ করা হবে বলে ঘোষণাও দেন তারা।
×