ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিলিতে কালো পোশাক পরে নারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৫৮, ৩ নভেম্বর ২০১৯

 চিলিতে কালো  পোশাক পরে  নারীদের  বিক্ষোভ

চিলিতে গত দুই সপ্তাহ ধরে চলমান অস্থিরতায় নিহত ও আহত ব্যক্তিদের বিচারের দাবিতে শুক্রবার প্রায় এক হাজার মহিলা কালো পোশাক পরে বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের এই দীর্ঘ প্রতিবাদ মিছিলটি কিছুদিন আগে এক বিক্ষোভ থেকে শুরু হয়েছিল, পরে গত শুক্রবারের বিশাল প্রতিবাদটিতে অংশ নেয়ার জন্য কয়েক হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানো হয় যা দশ মিলিয়নেরও বেশি মানুষকে আকৃষ্ট করেছিল। সান্তিয়াগো কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক যুবক তাদের পরিবারসহ শহরটিতে এই প্রতিবাদ মিছিলে প্রায় ২০ হাজার বিক্ষোভকারীদের আকর্ষণ করেছিল। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল গ্যাস ও জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিচ্ছিন্ন সংঘর্ষ শুরু হয়। সান্তিয়াগোর কেন্দ্রে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মহিলা প্রতিবাদকারীদের চিৎকার করে বলা ‘ন্যায়বিচার, সত্য, দায় ছাড়া হবে না’ বিভিন্ন স্লোগানে তাদের এই নীরব প্রতিবাদটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। জাতীয় মানবাধিকার ইনস্টিটিউটের (আইএনডিএইচ) প্রাপ্ত পরিসংখ্যান তথ্য অনুসারে বিক্ষোভ চলাকালীন ২০ জন নিহত এবং এক হাজার ৩০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। -এএফপি
×