ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খোকার জন্য দোয়া

সরকারের নির্যাতনে সারাদেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৯:৫১, ২ নভেম্বর ২০১৯

 সরকারের নির্যাতনে  সারাদেশের মানুষ  অসুস্থ হয়ে  পড়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ও যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারের নির্যাতনে সারাদেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ফখরুল বলেন, কিছুদিন আগে সাদেক হোসেন খোকার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা যেন অন্তর থেকে তার রোগমুক্তির জন্য দোয়া করি সেই কথা তিনি বলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১০ থেকে ১১ বছর ধরে মানুষের ওপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়েছে এ সরকার। আমরা কেউ ভাল নেই, সবাই নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলার শিকার। খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। ২৯ অক্টোবর তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কথা বলতে পারছিলেন না। ৩০ অক্টোবর আমাদের মিটিং ছিল সেখানে সবাইকে বলেছি যে, খোকা ভাইয়ের আশু আরোগ্য লাভের জন্য দোয়া করবেন। ফখরুল বলেন, আসুন কোন আনুষ্ঠানিকতা নয়, অন্তর থেকে খোকা ভাইয়ের রোগমুক্তির জন্য দোয়া করি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করি। আমরা কায়মনোবাক্যে সাদেক হোসেন খোকার আরোগ্যের জন্য দোয়া চাই। আল্লাহর কাছে দোয়া করি আমরা এই যে আজাব সেই আজাব থেকে যেন মুক্তি পাই, সরকারের নির্যাতন-নিপীড়ন থেকে যেন মুক্তি পাই। মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, খোকা ভাইয়ের অসুস্থতার খবরে আমরা সবাই মর্মাহত। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। দেশ ও জাতির ক্রান্তি লগ্নে এই অন্ধকার সময়ে খোকা ভাইয়ের মতো একজন সাহসী এবং দেশপ্রেমিক নেতা ও বলিষ্ঠ সংগঠক আমাদের অনেক প্রয়োজন। এদিকে সাদেক হোসেন খোকার আশু রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া চেয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা রাজধানীর ঢাকার বিভিন্ন মসজিদে মসজিদে দলের পক্ষ থেকে দোয়া চান তারা।
×