ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিন্সের ব্যাটে ইংল্যান্ডের দাপুটে জয়

প্রকাশিত: ০৯:২৪, ২ নভেম্বর ২০১৯

 ভিন্সের ব্যাটে  ইংল্যান্ডের দাপুটে জয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্থান-কাল-ফরমেট সবই আলাদা। নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি২০ সিরিজ ঘিরে তবু বাড়তি আগ্রহের কারণ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি। লর্ডসের অদ্ভূতুড়ে সেই ফাইনালে দুই দলের নির্ধারিত ১০০ ওভারের পর সুপার ওভারও টাই হয়েছিল। বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থেকে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ইংলিশরা। কপাল পুড়েছিল কিউইদের। আইসিসি ক’দিন আগে বাউন্ডারি সংখ্যার নিয়মটা বাতিল করে পুনরায় সুপার ওভার নতুন নিয়ম করেছে। ঐতিহাসিক সেই ফাইনালের পর ইংলিশদের নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ দিয়ে মুখোমখি দু’দল। সুপার বেন স্টোকস-জোফরা আর্চার নেই, তবু কক্ষপথে ইংলিশরা প্রথম ম্যাচে কিউইদের উড়িয়ে দিয়েছে। জেমস ভিন্সের (৩৮ বলে ৫৯) দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইয়ন মরগানের দল। শুক্রবার ক্রাইস্টচার্চে ৫ উইকেটে ১৫৩ রান করেছিল স্বাগতিক কিউইরা। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মরগানবাহিনী। নতুন কোচ ক্রিস সিলভারউডের অধীনে এটি ছিল ইংল্যান্ডের প্রথম ম্যাচ। ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন শিবিরেও ছিল নতুনের ছড়াছড়ি। টি২০ অভিষেক হয়েছে পেসার প্যাট ব্রাউন, দুই অলরাউন্ডার লুইস জর্জ ও স্যাম কুরানের। জেসন রয় ও জস বাটলারের বিশ্রামে একাদশে সুযোগ পান ডেভিড মালান ও স্যাম বিলিংস। নিউজিল্যান্ড দলেও চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্ট। টিম সাউদির নেতৃত্বে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকরা শুরুতেই হারায় মার্টিন গাপটিলকে। দ্বিতীয় উইকেটে ৩৩ রান যোগ করেন কলিন মুনরো ও টিম সেইফার্ট। ২০ বলে ২১ রান করে ক্রিস জর্ডানের বলে মরগানের হাতে ধরা পড়েন মুনরো। কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে আরও ৩৩ রান যোগ করেন সেইফার্ট। অবশ্য রানের গতিতে দম দিতে পারেননি কেউই। অভিজ্ঞ রস টেইলর ৪৪ রান করতে খেলেন ৩৫ বল। শেষদিকে ড্যারিল মিচেলের ১৭ বলে ৩০ রানের ইনিংসে দেড় শ’ পার করে তারা। ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার জর্ডান। একটি করে শিকর আদিল রশিদ, স্যাম কুরান ও প্যাট ব্রাউন। রান তাড়ায় ইংল্যান্ডকে সাবধানী শুরু এনে দেন মালান ও জনি বেয়ারস্টো। বেয়ারস্টোকে তুলে নিয়ে ৩৭ রানের জুটি ভাঙ্গেন মিচেল স্যান্টনার। ৩৭ রানের উদ্বোধনী জুটিতে বেয়ারস্টোর রান ছিল ২৮ বলে ৩৫। নিজের প্রথম বলে চার মেরে শুরু করেন তিনে নামা ভিন্স। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় আন্তর্জাতিক টি২০তে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। অধিনায়ক মরগান অপরাজিত থাকেন ২১ বলে ৩৪ রানে। নিউজিল্যান্ডের হয়ে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন স্পিনার স্যান্টনার। রবিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০। স্কোর ॥ নিউজিল্যান্ড ॥ ১৫৩/৫ (২০ ওভার; গাপটিল ২, মুনরো ২১, সেইফার্ট ৩২, ডি গ্র্যান্ডহোম ১৯, টেইলর ৪৪, মিচেল ৩০*, স্যান্টনার ১*; স্যাম কুরান ১/৩৩, জর্ডান ২/২৮, রশিদ ১/৩১, ব্রাউন ১/৩৩)। ইংল্যান্ড ॥ ১৫৪/৩ (১৮.৩ ওভার; বেয়ারস্টো ৩৫, মালান ১১, ভিন্স ৫৯, মরগান ৩৪*, বিলিংস ১৪*; সাউদি ০/৩০, ফার্গুসন ০/২৮, স্যান্টনার ৩/২)। ফল ॥ ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ জেমস ভিঞ্চ (ইংল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ম্যাচের টি২০ ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
×