ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবের পাশে সাকলাইন মুশতাক

প্রকাশিত: ০৯:২৩, ২ নভেম্বর ২০১৯

 সাকিবের পাশে সাকলাইন মুশতাক

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসির কাছে তথ্য গোপন করার দায়ে সকল ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। দেশের সীমা ছাড়িয়ে যেটি এখন বিশ্বক্রড়াঙ্গনেরই অন্যতম আলোচিত ইস্যু। টাইগার অলরাউন্ডারের অপরাধ জুয়াড়ির কাছ থেকে একাধিকবার ‘নক’ পেয়েও সেটি তিনি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানাননি। ফিক্সিং বা কোনরকমের অপরাধ না করেও তার এই শাস্তি এবং আইসিসির দুর্নীতিবিরোধী এমন কঠোর আইনের বিরোধিতা করছেন অনেকেই। টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ সাকলাইন মুশতাক সাকিবের শাস্তি কিছুতেই মেনে নিতে পারছেন না, তিনি বলেছেন বাংলাদেশ অধিনায়ককে বরং অনুপ্রাণিত করতে পারত আইসিসি। এর আগে সাকিবের হয়ে কথা বলেছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। সাকলাইন বলেন, ‘এমন ঘটনা প্রথমবার হয়েছে। সাকিব ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত নয়। তাকে এভাবে নিষেধাজ্ঞা দেয়া আইসিসির উচিত হয়নি। ম্যাচ পাতানোর প্রস্তাব ফিরিয়ে দেয়ায় তাকে বরং অনুপ্রাণিত করতে পারত আইসিসি। সাকিবের নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। সমানভাবে সাকিবের ক্যারিয়ারেরও ব্যাপক ক্ষতি হবে। সাকিবকে লঘু দ দিয়ে নতুন নিয়ম প্রণয়ন করতে পারত আইসিসি।’ সাকিবের দুই বছরের নিষেধাজ্ঞার এক বছর আবার স্থগিতাদেশ। অর্থাৎ নতুন করে কোন ঝামেলায় না জড়ালে এক বছর পরই মাঠে ফিরতে পারবেন তিনি। জাদুকরী অলরাউন্ডারের নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেটবিশ্বে। কেউ শাস্তির পক্ষে আবার কেউ বিপক্ষে মত দিচ্ছেন। সাকলায়েন মুশতাক এই শাস্তির ঘোর বিরোধী। বরং ফিক্সিং প্রস্তাব ফিরিয়ে দেয়ায় সাকিবের পিঠ চাপড়ে দেয়ার পক্ষে তিনি। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে তুখোড় সাকিবকে কাছে থেকে দেখেছেন কিংবদন্তি পাকিস্তানী এই অফস্পিনার।
×