ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ নিশ্চিত করল যারা

প্রকাশিত: ০৯:২২, ২ নভেম্বর ২০১৯

 টি২০ বিশ্বকাপ নিশ্চিত করল যারা

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে ওমান ও স্কটল্যান্ড। কোয়ালিফায়ার ম্যাচে ওমান ১২ রানে হংকংকে এবং স্কটল্যান্ড ৯০ রানে আরব আমিরাতকে হারিয়ে এ গৌরব অর্জন করেছে। আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের প্রাথমিক পর্বে খেলবে তারা। বাছাইপর্ব থেকে এর ফলে যে ৬ দল বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পাবে তা নিশ্চিত হয়েছে। ওমান-স্কটল্যান্ডের আগেই বাছাইপর্ব থেকে ২০২০ টি২০ বিশ্বকাপের টিকেট কেটেছে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, হল্যান্ড ও নামিবিয়া। অর্থাৎ আগামী টি২০ বিশ্বকাপে ১৬টি দল নিশ্চিত হলো। অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ দুই ধাপে অনুষ্ঠিত হবে। সেখানে সুপার ১২ পর্বে সরাসরি খেলবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বাকি ৪ দল এইপর্বে আসবে প্রাথমিক রাউন্ড খেলে। প্রাথমিক রাউন্ডে দুই গ্রুপে মোট ৮ দল লড়াই করবে। ইতোমধ্যেই ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ও ‘বি’ গ্রুপে বাংলাদেশকে রাখা হয়েছে। বাছাই পর্ব থেকে উভয় গ্রুপে ৩টি করে মোট ৬টি দল যোগ হবে। ইতোমধ্যেই সেই ৬টি দল নিশ্চিত হয়েছে। দুই গ্রুপ থেকে সেরা দল হয়ে পাপুয়া নিউগিনি ও আয়ারল্যান্ড বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। পরবর্তীতে হল্যান্ড ও নামিবিয়া কোয়ালিফায়ারে জিতে বিশ্বকাপ নিশ্চিত করে। বুধবার তাদের সঙ্গে যোগ হয় ওমান ওস্কটল্যান্ড। কোয়ালিফায়ার ম্যাচে ওমান ১২ রানে হংকংকে এবং স্কটল্যান্ড ৯০ রানে আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপ খেলার টিকেট পায়। এখনও দু’টি সেমিফাইনাল, ফাইনাল, তৃতীয় ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ বাকি। এরপর নিশ্চিত হবে বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে কোন দল কোন গ্রুপে খেলবে। প্রাথমিক রাউন্ডে উভয় গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার ১২ পর্বে। সেখানেও দুই গ্রুপে লড়াই হবে।
×