ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক বছর ধরে নেই জাতীয় হকি দলের কার্যক্রম

প্রকাশিত: ০৯:২১, ২ নভেম্বর ২০১৯

 এক বছর ধরে নেই জাতীয় হকি দলের কার্যক্রম

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ ইন্দোনেশিয়ায় ২০১৮ এশিয়ান গেমসে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় হকি দল। এক বছরেরও বেশি সময় খেলার বাইরে জিমিরা। হকিতে এই স্থবিরতা দূর করতে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) পাশাপাশি ক্লাবগুলোকেও ভূমিকা রাখার তাগিদ দিচ্ছেন খেলোয়াড়রা। তাদের দাবি- বিকেএসপির পাশাপাশি নতুন একাডেমি চালুর। আন্তর্জাতিক কোন আসর এলে হকিকে কেন্দ্র করে তৈরি হয় প্রত্যাশার চাপ। অথচ মাঝের বিরতিগুলোতে ঠিক কি করেন খেলোয়াড়রা- এই খবর রাখে না কেউ। সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ খেলেছিল এক বছরেরও বেশি সময় আগে। দুই বছর ধরে মাঠে নেই প্রিমিয়ার লীগ হকি। জীবিকার বিষয়টি অনিশ্চিত, অনুশীলনের নেই পর্যাপ্ত সুযোগ। ধারাবাহিকতার অভাবে স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাচ্ছে স্কিল-ফিটনেস-সম্ভাবনা। হকিকে পেশা হিসেবে নিতে অনাগ্রহ তরুণদের। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে ক্যাসিনো-কান্ডে। ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদের অনুপস্থিতিতে লীগ নিয়ে অনিশ্চয়তায় হকি খেলোয়াড়রা। তবে লীগ চালু করতে শুধু ফেডারেশনের উদ্যোগই যথেষ্ট নয়, ভূমিকা রাখতে হবে ক্লাবগুলোকেও, এমনটাই বলছেন সাবেক তারকা ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। হকিতে তরুণ প্রতিভাদের ধরে রাখতে বিকেএসপির পাশাপাশি আরও একাডেমি চালুর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
×