ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানসিক অবসাদে ম্যাক্সওয়েলের বিরতি

প্রকাশিত: ০৯:২০, ২ নভেম্বর ২০১৯

  মানসিক অবসাদে ম্যাক্সওয়েলের বিরতি

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের ক্রিকেটে সময়টা বেশ ভাল কাটছিল গ্লেন ম্যাক্সওয়েলের। স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞায় উত্তাল সময়ে দলে আবশ্যকীয় হয়ে ওঠা অলরাউন্ডার ভেতরে ভেতরে যে এতটা মানসিক অবসাদে ভুগছিলেন সেটি হয়তো অনেকে অনুমান করতে পারেননি। ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ‘বিরতি’ নিয়েছেন ৩১ বছর বয়সী তারকা। ‘নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। এ কারণে কিছুটা সময় সে খেলার বাইরে থাকবে।’ এক বিবৃতিতে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মনোবিদ মাইকেল লয়েড। এ্যাডিলেডে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি২০তেও ২৮ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলা ম্যাক্সওয়েল সিএ ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেন। গত বছর এক সাক্ষাতকারে নিজের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার আভাস দিয়েছিলেন তিনি। সিএ’র ম্যানেজার বেন অলিভার বলেন, ‘ক্রিকেটার এবং স্টাফদের সুস্বাস্থ্য আমাদের কাছে সবার আগে। গ্লেন একজন স্পেশাল ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। গ্রীষ্মকালীন সূচীতেই আমরা আবার তাকে দলে দেখার ব্যাপারে আশাবাদী। তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। ওর পুনর্বাসনের জন্য ক্রিকেট ভিক্টোরিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গে মিলে কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।’
×