ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে বিতর্ক উৎসব

প্রকাশিত: ০৮:২৪, ২ নভেম্বর ২০১৯

 ঠাকুরগাঁওয়ে বিতর্ক  উৎসব

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ নবেম্বর ॥ ‘উত্তরের শীতল বাতাসে উড়িয়ে বিজয় কেতন, শুনি যুক্তির জয়ধ্বনি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগের ৮ জেলার শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসব। সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিতর্ক ফেডারেশন আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। জাতীয় বিতর্ক ফেডারেশনের চেয়ারম্যান একেএস শোয়েবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় বিতর্ক উৎসবের আহ্বায়ক ফরহাদুল ইসলাম বিপ্লব, সংগঠনের উপদেষ্টা সাহিনা সুলতানা, এনডিএফ এর কো-চেয়ারম্যান লায়ন এম আলমগীর, কৃষিবিদ জাহিদুল ইসলাম শিহাব, বিভাগীয় সমন্নয়কারী অনামিকা স্যান্নাল প্রমুখ। প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলার ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়শ’ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরুতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছায়া সংসদের আলোকে বিতর্কে অংশ নেয়। উদ্বোধনের আগে উৎসব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মন্ডল, ডিবেডিং সোসাইটির প্রধান উপদেষ্টা প্রফেসর শ্রপতি কিদার, হাবিপ্রবি’র ছাত্র পরামর্শক ও নির্দেশিকা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
×