ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে বাল্যবিয়ে

বর ও কনের পরিবারকে জরিমানা

প্রকাশিত: ০৮:২৩, ২ নভেম্বর ২০১৯

 বর ও কনের পরিবারকে  জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়ের আয়োজন করায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিয়ের সকল আয়োজন পন্ড করে দিয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর ও কনের পরিবারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের কাচিয়ারচর গ্রামের। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন জানান, একই উপজেলার চরহোগলা গ্রামের শাহজাহান হাওলাদারের পুত্র রফিকুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কাচিয়ারচর গ্রামের মৃত জাহাঙ্গীর বেপারির দশম শ্রেণীতে পড়ুয়া কন্যা সানজিদা আক্তারের (১৬) বিয়ের আয়োজন করা হয়। বর-যাত্রীসহ বরপক্ষ কনের বাড়িতেও উপস্থিত হয়েছিলেন। এরই মধ্যে বাল্যবিয়ের খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ের সকল আয়োজন পন্ড করে দেন।
×