ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে অপহৃত দুই শিশু উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৮:২১, ২ নভেম্বর ২০১৯

 কালকিনিতে অপহৃত  দুই শিশু উদ্ধার,  আটক ২

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১ নবেম্বর ॥ কালকিনিতে দুই শিশু অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করছে থানা পুলিশ। এ অপহরণের ঘটনায় দুইজন অপহরণকারীকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের ইতালি প্রবাসী আসাদ চৌধুরীর শিশুপুত্র আদনান-(৫) ও ময়মনসিংহের হাবিব খানের শিশু পুত্র জুনায়েত (৮) বছরের দুই শিশু সন্তান তাদের মায়ের সঙ্গে সাহেবরামপুর এলাকার নতুন আন্ডারচর গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে আসেন। এ সুবাদে বৃহস্পতিবার বিকেলে অপহৃত দুই শিশু তাদের নানা বাড়ির পাসে নুরুল কুরআন আল মাহমুদ হাফেজি মাদ্রাসা মাঠে খেলতে যান। এসময় শিশু পুত্র আদনান ও জুনায়েতকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার আতাহার উদ্দিন সরদারের বখাটে ছেলে আবদুল্লাহ ও জব্বার শিকদারের ছেলে সজিব। পরে অপহৃত শিশু আদনানের মা ফারজানার কাছে মুঠোফোনে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। উপায়ান্ত না পেয়ে অপহৃত শিশু আদনানের মা ফারজানা কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কালকিনি থানার ওসি বরিশালের মুলাদি উপজেলার চরপদ্মা গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করেন।
×