ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় সাত শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

প্রকাশিত: ০৮:১৩, ২ নভেম্বর ২০১৯

   খুলনায় সাত শ্রেষ্ঠ  জয়িতাকে  সম্মাননা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ৫ ক্যাটাগরিতে সাত শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থবছরের খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, তৃণমূল থেকে উঠে আসা খুলনার পাঁচ হাজার নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হবে। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে জাহানারা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারীতে সৈয়দা নাহিদা হাবিবা, সফল জননী ক্যাটাগরিতে রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে স্মৃতি বিশ্বাস এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সন্ধ্যা রানী বিশ্বাস। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সাবেরা মারজানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সন্ধ্যা রানী বিশ্বাস। সন্ধ্যা রানী বিশ্বাস জেলা ও মহানগর উভয় পর্যায়ে সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান এবং জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান।
×