ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাক্সিম গ্রুপের এমডি রানা গ্রেফতার

প্রকাশিত: ১২:৪২, ১ নভেম্বর ২০১৯

ম্যাক্সিম গ্রুপের এমডি রানা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দি ম্যাক্সিম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর গোলাম মোস্তাফা রানাকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামের সোলাইমান মৃধার ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে রাজধানী ঢাকার ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রানার বিরুদ্ধে ফরিদপুর, দোহার, মুন্সীগঞ্জে ৩টি মামলায় ৩ বছর ৭ মাসের সাজা রয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৬টি জিআর ও ২৫টি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ২০০৪ সালে টঙ্গীবাড়ি বাজারে কাজী মার্কেটের ৩য় তলায় একটি অফিসসহ বাংলদেশের প্রায় ৬৪ জেলায় এক শ’র অধিক শাখা খুলে কোটি কোটি টাকা আত্মসাত করে দি ম্যাক্সিম গ্রুপ নামে মাল্টিপারপাস কোম্পানিটি। পরে ২০১২ সাল থেকে পলাতক দি ম্যাক্সিম গ্রুপের এমডি গোলাম মোস্তাফা রানা। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ৭ বছর ধরে পলাতক আসামি রানাকে রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
×