ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টা মামলায় জামিন পেলেন উপসচিব

প্রকাশিত: ১১:৫৩, ১ নভেম্বর ২০১৯

 ধর্ষণ চেষ্টা মামলায় জামিন পেলেন উপসচিব

কোর্ট রিপোর্টার ॥ ধষর্ণ চেষ্টার অভিযোগের একটি মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব (বরখাস্তকৃত) এ কে এম রেজাউল করিম রতনের জামিন মঞ্জুর করেছে সিএমএম আদালত। বৃহস্পতিবার ১৮ দিন ধরে কারাগারে থাকা এ আসামির জামিন আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ । এদিকে আসামির জামিনে মঞ্জুরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাদিনী (২৫) বলেন, আসামি জামিনে বের হয়েই তার বাসায় হামলা করবে। তাই তিনি সে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও বলেন, আসামির আইনজীবী জামিন শুনানিতে আদালতে আমার বরাতের একটি চিঠি জমা দিয়েছে, সেখানে আমি নাকি বলেছি, তার (আসামির) যেন শাস্তি না হয়। কিন্তু চিঠিটি আমার দেয়া না এবং স্বাক্ষরও আমার নয়। আমি আসামির বিরুদ্ধে জাল-জালিয়াতির মামলা করব। অন্যদিকে বাদিনীর আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, ধর্ষণচেষ্টা মামলায় সাধারণ সিএমএম আদালত থেকে জামিন পাওয়ার রীতি নাই। অনিয়মের মাধ্যমে এ আদালত থেকে আসামির জামিন হয়েছে। এর আগে গত ১২ অক্টোবর রাজধানীর হাজারীবাগ থানাধীন মধুবাজার এলাকা থেকে রতনকে গ্রেফতার করা হয়। রতন মোহাম্মদপুর সরকারী কলেজের অধ্যক্ষ ছিলেন। পরদিন তাকে কারাগারে পাঠায় আদালত। মামলায় অভিযোগ, গত ৭ অক্টোবর এক নারী (৩০)কে তার হাজারীবাগ থানাথীন পশ্চিম মধুবাবাজারের বাসায় ধর্ষণের চেষ্টা চালায়। ওইদিনই ভিকটিম হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, একই আসামির বিরুদ্ধে একই ভিকটিম এর আগেও একটি ধর্ষণের এবং একটি গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন বলে জানিয়েছেন আইনজীবী এ্যাডভোকেট প্রকাশ বিশ^াস।
×