ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম-মদিনা ফ্লাইট চালু

বিমান ও সিভিল এভিয়েশনকে দুর্নীতিমুক্ত করা হবে ॥ মাহবুব

প্রকাশিত: ১১:৫২, ১ নভেম্বর ২০১৯

 বিমান ও সিভিল এভিয়েশনকে দুর্নীতিমুক্ত করা  হবে ॥ মাহবুব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫৪ যাত্রী পরিবহনের মধ্যদিয়ে বৃহস্পতিবার চালু হয়েছে চট্টগ্রাম-মদিনা ফ্লাইট। এর মাধ্যমে সৃষ্টি হলো আকাশপথে সৌদি আরবের পবিত্র এ নগরীর সঙ্গে বন্দরনগরীর সরাসরি মেলবন্ধন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এ ফ্লাইট উদ্বোধন করেন। সোম, বুধ ও শনিবার ঢাকা থেকে এবং বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে অর্থাৎ সপ্তাহে আপাতত চারদিন মদিনায় যাবে বিমানের ফ্লাইট। প্রধান অতিথির বক্তব্যে বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিমানকে একটা নাড়া দিতে পেরেছি। বিমান বহরে শতাধিক উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছি। বিমান ও সিভিল এভিয়েশনকে দুর্নীতিমুক্ত করতে বড় অভিযানে যাব। অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ। অনেকেই মধ্যপ্রাচ্যে ব্যবসা করেন। তারা হজ, ওমরা, পণ্য ভিজিট, রওজা জেয়ারতে যান। সরাসরি মদিনা ফ্লাইট চালু হওয়ায় ভ্রমণ আরামদায়ক যেমন হবে, তেমনিভাবে সময় সাশ্রয় হবে যাত্রীদের।
×