ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে শিক্ষকদের প্রতি আহ্বান

প্রকাশিত: ১১:৫২, ১ নভেম্বর ২০১৯

 প্রযুক্তির সঙ্গে  তাল মেলাতে শিক্ষকদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। দ্রুত বিকাশমান ও পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারলে শিক্ষক সমাজ পিছিয়ে যেতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করছেন। প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষকদের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে বলেও তিনি মন্তব্য করেন। বিশ্ব শিক্ষক দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার ইউজিসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
×