ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবিতে সর্বাত্মক ধর্মঘট

চতুর্থ দিনেও সঙ্কট সমাধানের উদ্যোগ নেই

প্রকাশিত: ১১:৫২, ১ নভেম্বর ২০১৯

 চতুর্থ দিনেও সঙ্কট সমাধানের উদ্যোগ নেই

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চতুর্থদিনের মতো সর্বাত্মক ধর্মঘট কর্মসূচী পালন করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। ধর্মঘটের ফলে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রমসহ ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তবে সকাল ১০টার পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে পুরাতন প্রশাসনিক ভবনের এ্যাকাউন্টস শাখা ধর্মঘটের আওতামুক্ত রাখেন আন্দোলনকারীরা। এদিকে নানা ব্যঙ্গ উক্তি এবং চিত্র অঙ্কিত ব্যানার নিয়ে র‌্যালি করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, অমর একুশ, পুরাতন কলা ভবন হয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
×