ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না ॥ খসরু

প্রকাশিত: ১০:১৫, ১ নভেম্বর ২০১৯

  পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না ॥ খসরু

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করেন সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার ব্যবস্থা করছে। বৃহস্পতিবার দুপুরে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন খালেদা জিয়ার কোন চিকিৎসাই হচ্ছে না। খসরু বলেন, কোরবানির পর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। ৬০ টাকা কেজির পেঁয়াজ দেখতে দেখতে ৭০ টাকা, ৮০ টাকা, ১০০ টাকা হয়ে এখন ১৪০ টাকা। কোথাও কোথাও এর চেয়েও বেশি দাম হাঁকা হচ্ছে। আপেলের চেয়ে পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে। পেঁয়াজের দাম নিয়ে সরকার মশ্করা করছে। মশ্করা করে সরকারী দলের কেউ কেউ বলছে এত দাম দিয়ে পেঁয়াজ খাওয়ার দরকার কি? তাহলে কাল ডিমের দাম বেড়ে গেলে কি আমরা ডিমও খাব না, তেলের দাম বেড়ে গেলে তেলও খাব না, চালের দাম বেড়ে গেলে চাল খাব না? তিনি বলেন, অন্য সরকারের সময় ১০ টাকা পেঁয়াজের দাম বাড়লে এটা বিরাট ইস্যু হয়ে যেত। পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে ভারতে সরকারের পতন হয়ে যাচ্ছিল। আর এখানে পেঁয়াজের দাম নিয়ে মশ্করা চলছে। আমীর খসরু বলেন, জনগণকে কোন তোয়াক্কা না করেই সব কাজ করছে সরকার। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়লে দেশে সরকারের দায়িত্ব নেই? আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নেই বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, সোজা উত্তর দাম বেড়ে গেছে অতএব খাবেন না। দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে! সরকারের মনোভাব হচ্ছে এরকম ‘আমি কিংবা আমরা জনগণের তোয়াক্কা করি না, তোমাদের ভোটের দরকার নেই, একরাত ভোট ডাকাতি করলেই পাঁচ বছর ক্ষমতায় থাকা যায়’। তাই যাদের জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই, যারা জনগণের মালিকানা নিয়ে তামাশা করছে কে পেঁয়াজ খেতে পারল আর কে পারল না এটা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই। খসরু বলেন, খুনের আসামি জামিন পাচ্ছে, চোর-ডাকাতরা জামিন পেয়ে যায়, ধর্ষকরা জামিন পাচ্ছে, কিন্তু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। তাই দেশের মানুষের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার কেন তাঁকে জামিন দেয়া হচ্ছে না। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া বিচার পাবেন না। তাই আপনাদের প্রস্তুত থাকতে হবে। দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিতে হবে। আপনারা যখন দেশের মালিকানা আপনাদের হাতে তুলে নিতে পারবেন তখনই ন্যায়বিচার নিশ্চিত হবে। তাই দেশের বর্তমান অবস্থার উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে করতে হবে। খসরু বলেন, দেশে কোন বিচার ব্যবস্থা নেই। মন্ত্রীরা বলে দেয় মামলার রায় কবে হবে। এটা কি তারা বলতে পারেন? বিচার ব্যবস্থার একটি ধারা আছে কার কি হবে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। কিন্তু আজ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে সরকার। যে দেশে প্রধান বিচারপতিকে বিচারালয় থেকে জোরপূর্বক অপসারণ করা হয় এবং দেশত্যাগে বাধ্য করা হয়, যে দেশে তারেক রহমানের পক্ষে রায় দেয়ায় বিচারপতিকে চাকরিচ্যুত হতে হয়, সেখানে মানুষ কিভাবে ন্যায়বিচার আশা করতে পারে। আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আব্দুস সালাম আজাদ, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও নিপুণ রায় চৌধুরী প্রমুখ। খালেদার চিকিৎসাই হচ্ছে না- রিজভী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কোন চিকিৎসাই হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়া এক দুর্বিষহ অসুস্থতার মধ্যে দিনযাপন করছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি পোশাকের অমর্যাদা করেছেন। তিনি প্রমাণ করলেন যে খালেদা জিয়া সুস্থ। পরিচালকের বক্তব্যে মনে হয়েছে, সেখানে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না ও তাঁর জীবন নিয়ে ছিনিমিনি চলছে। আবার ওই পরিচালক বলেছেন, জীবন-মৃত্যু নিয়ে আমাদের কিছু করার নেই। তাই তাঁর এই বক্তব্য বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীর মধ্যে ভয়াবহ আশঙ্কা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। রিজভী বলেন, বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর (গিকা) সাজা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি সাজানো মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ছাড়া অবিলম্বে কারাদ-াদেশ বাতিল করে গিকার মুক্তি দাবি করছি। রিজভী বলে, পেঁয়াজের দাম সব রেকর্ড ভেঙ্গেছে। খুচরা বাজারে প্রতি কেজি দেড়শ’ টাকা ছুঁই ছুঁই অবস্থা। সরকারের সিন্ডিকেটে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, অবিলম্বে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ ও সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
×