ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রকাশিত: ০৮:০৬, ১ নভেম্বর ২০১৯

 কিশোরগঞ্জ-তাড়াইল  সড়কে সেতু ভেঙ্গে  যান চলাচল  বন্ধ, দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩১ অক্টোবর ॥ কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুই উপজেলার সীমান্তবর্তী ঘোড়াউত্রা খালের ওপর নির্মিত একটি পাটনি সেতু ভেঙ্গে গেছে। প্রায় ৫৩ বছর আগে নির্মিত সেতুটির পশ্চিমাংশ ভেঙ্গে নিচে দেবে গেছে। এতে করে সপ্তাহ ধরে ওই সড়কের সেতুটি দিয়ে প্রতিদিন যান চলাচলকারী হাজার হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন । সেতু ভেঙ্গে যাওয়ায় অন্তত তিন কিলোমিটার ঘুরপথে অন্য সড়ক দিয়ে কিশোরগঞ্জ সদরের সঙ্গে তাড়াইল উপজেলার সড়ক যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। বুধবার সরেজমিনে দেখা যায়, সেতুর দুইপাড়ে অনেক যানবাহন আটকে রয়েছে। এ সময় স্থানীয়রা জানায়, গত ২৩ অক্টোবর বিকেলে সেতুটির পশ্চিমাংশ হঠাৎ ভেঙ্গে অন্তত দুই ফুট দেবে যায়। তখন এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে ব্রিকস পিলারটি ধীরে ধীরে আরও দেবে যাচ্ছে। বড় বড় ফাটল দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। যে কোন সময় সেতুটি নিচে পড়ে যেতে পারে। খবর পেয়ে কিশোরগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর উপজেলার মাইজখাপন বেত্রাটি মীরপাড়া গ্রামের বিল্লাল হোসেন মীর জানান, কিশোরগঞ্জ সদর ও তাড়াইল উপজেলাকে পৃথক করেছে ঘোড়াউত্রা খাল। সদরের বেত্রাটি মীরপাড়া এবং তাড়াইলের চরতালজাঙ্গা গ্রামের সীমানায় এই খালের ওপর প্রায় ৫৩ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে সেতুটি সংস্কার করা হয়। গত ২৩ অক্টোবর সদরের বেত্রাটি মীরপাড়া অংশের দিকে সেতুটির পুরনো ব্রিকস পিলার ভেঙ্গে গেলে সেতুটি নিচের দিকে দেবে যায়। ফলে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবি, এখানে জরুরী ভিত্তিতে একটি বেইলি ব্রিজ স্থাপন করে যানবাহন ও লোকজনের পারাপারের ব্যবস্থা করে দেয়া উচিত। পরে ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে ফেলা হবে না নতুন সেতু নির্মাণ করা হবে তা নিয়ে ভাবতে পারে কর্তৃপক্ষ।
×