ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নব্য আওয়ামী লীগারদের দাপটে কোণঠাসা নেতা-কর্মীরা

প্রকাশিত: ০৮:০৫, ১ নভেম্বর ২০১৯

 নব্য আওয়ামী লীগারদের দাপটে কোণঠাসা নেতা-কর্মীরা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ অক্টোবর ॥ নব্য আওয়ামী লীগারদের দাপটে ত্যাগী নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। ঘুষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন। এমন চিত্র জেলার কম- বেশি সকল উপজেলাতেই বিদ্যমান। মান্দা উপজেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু ও তার ভাই গণেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ বাবুর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম, দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। তারা দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করে ত্যাগী নেতা-কর্মীসহ এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন। ইতোমধ্যেই এলাকাবাসী বিষয়টি তুলে ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবর অভিযোগ করেছেন। জানা গেছে, গণেশপুর ইউনিয়নবাসীকে বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার পর এখনও এলাকায় বিদ্যুত দেয়া হয়নি। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের বিরুদ্ধে মামলা দেয়াসহ বিভিন্ন ভয়-ভীতি দেখায় ওই যুবলীগ সভাপতি ও তার ভাই। সাতবাড়িয়া ডিশ ব্যবসায়ী ও গণেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনের ডিশ ব্যবসা কেড়ে নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মিরপুর গ্রামের বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে দেয়া হয়। সতীহাট বাজার মসজিদের জমি জোরপূর্বক দখল করে ৮০ হাজার টাকার বিনিময়ে এক লবণ ব্যবসায়ীকে দিয়ে দেয়। বাঙালপাড়া প্রাইমারী স্কুলে পিয়ন নিয়োগ দেয়ার কথা বলে গ্রামের সেকেন্দার মিনার কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়েও তাকে নিয়োগ দেয়া হয়নি। সতীহাট খালের ওপর অবৈধভাবে ৪টি দোকান নির্মাণ করে রড-সিমেন্টের ব্যবসা করছে। কাঞ্চন হাই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে ১০ লাখ টাকা ঘুষ বাণিজ্য করেছেন। দেলুয়াবাড়ির যুবলীগ নেতা তারেক রহমানের আড্ডাখানা থেকে পুলিশ যে মাদক ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করেছে, তার সঙ্গে নাহিদ জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বিভিন্ন চাকরি দেয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে।
×