ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাত ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:০৫, ১ নভেম্বর ২০১৯

 ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাত ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলবি আজিজ উদ্দিন ও সচিব রিয়াজুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে কলাতলী থেকে তাদের গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করেছে দুদক কর্মকর্তা ও অভিযান পরিচালনাকারী দুদকের দল। ১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এ দুর্নীতিবাজ মৌলবির বিরুদ্ধে। উল্লেখ্য, ধৃত মৌলবি আজিজ উদ্দিন কিছুদিন আগে আরএসও জঙ্গীদের নিয়ে বৈঠক কালে যৌথ বাহিনীর অভিযানে পালিয়েছিল। বৈঠকস্থল থেকে রোহিঙ্গা জঙ্গী হাফেজ ছলাহুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করা গেলেও তার সহোদর মৌলবি রফিক ও মৌলবি আজিজ পালিয়ে যায়। ধৃত আজিজ মৌলবিসহ দুই সহোদরের বিরুদ্ধে ইয়াবা সম্রাট হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় নাম রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
×