ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কাউটসের সর্বোচ্চ পুরস্কার পেলেন কর কমিশনার ফজলুল হক

প্রকাশিত: ০৬:০০, ৩১ অক্টোবর ২০১৯

   স্কাউটসের সর্বোচ্চ পুরস্কার পেলেন কর কমিশনার ফজলুল হক

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্কাউটিংয়ে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ জাতীয় পুরস্কার রৌপ্য ব্যাঘ্র’ (সিলভার টাইগার) পেলেন এম এম ফজলুল হক। তিনি বিসিএস (ট্যাকসেশন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর কমিশনার পদে কাজ করছেন। বুধবার বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলে তিনি পুরস্কার গ্রহণ করেন। এর আগে ফজলুল হক বিপিএটিসিতে প্রথম স্থান অধিকার করে রেক্টরর্স স্বর্ণপদক (১৯৯৫), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রোভারদের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (১৯৮৮) এবং বাংলাদেশের শ্রেষ্ঠ রোটারি ক্লাব সভাপতি হিসেবে গবর্নর স্বর্ণপদক (২০০৭-০৮) পান। সমাজসেবায় দেশের ৮১ বছরের রেকর্ড ভেঙে রোটারি ফাউন্ডেশনে মিলিয়ন ডলার তহবিল গঠনে কার্যকর নেতৃত্ব দেন তিনি। রোটারির যুব আন্দোলন রোটার্যাক্টে বাংলাদেশের প্রধান ছিলেন (১৯৯৪-৯৫) তিনি।
×