ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্র বাংলাদেশ-শ্রীলঙ্কা চারদিনের ম্যাচ

প্রকাশিত: ১১:৫৪, ৩১ অক্টোবর ২০১৯

 ড্র বাংলাদেশ-শ্রীলঙ্কা চারদিনের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ ক্রিকেট দলের সঙ্গে প্রথম চারদিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বুধবার চতুর্থ ও শেষদিনে বাংলাদেশের যুবারা প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করার পর ম্যাচটি ড্র হয়ে যায়। বৃষ্টির বাধায় দেড় দিন নষ্ট হয়েছে। টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে তারা ৭ উইকেটে ৩৩১ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিপুন ধনাঞ্জয়া সর্বোচ্চ ৬৭, গামাগে দিনুশা ৫৮ ও দুনিথ ভেল্লালাগে অপরাজিত ৫০ রান করেন। বাংলাদেশ যুবাদের পক্ষে আশরাফুল ইসলাম সিয়াম ৩টি এবং আসাদুল্লাহ গালিব ও নোমান চৌধুরী ২টি করে উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের যুবারা। দলীয় ৬৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। প্রীতম কুমার ৩৯ বলে ৫ চারে ২৮ ও সাজিদ হোসেন সিয়াম ৫২ বলে ২ চারে ২৩ রানে সাজঘরে ফেরেন। এরপর ষষ্ঠ উইকেটে আলভি হক ও নাইমুর রহমান নয়নের ৭৬ রানের জুটিতে স্বস্তি ফেরে বাংলাদেশ যুবাদের তাঁবুতে। আলভি অর্ধশতক হাঁকিয়ে ১০০ বলে ৭ চার, ১ ছক্কায় ৫৪ রান করে সাজঘরে ফিরলে জুটি ভেঙ্গে যায়। এরপর আর বিপদ ঘটেনি। ম্যাচ ড্র হয়ে যায়।
×