ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্লিয়ার মেন অনুর্ধ-১৭ স্কুল ফুটবল

প্রকাশিত: ১১:৫৩, ৩১ অক্টোবর ২০১৯

 ক্লিয়ার মেন অনুর্ধ-১৭ স্কুল ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায়, ‘ইনসেপশন থ্রি সিক্সটি লিঃ’ কর্তৃক গত ২৩ সেপ্টেম্বর থেকে প্রাথমিক পর্বে ২৭২ স্কুল ফুটবল দলের অংশগ্রহণে ‘ক্লিয়ার মেন অনুর্ধ-১৭ স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর খেলা দেশের ৮টি জোনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার ঢাকার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে বগুড়ার পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজ টাইব্রেকারের সাডেন ডেথে ৬-৫ (১-১) গোলে টাঙ্গাইলের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন পুলিশ লাইন স্কুল পুরস্কার হিসেবে গোল্ডেন ট্রফি, মেডেল এবং আড়াই লাখ টাকা, রানার্সআপ সুতি ভিএম স্কুল মেডেল ও এক লাখ টাকা লাভ করে। এছাড়া ৯ গোল করে গোল্ডেন বল পান রানার্সআপ দলের মোহাম্মদ সাগর। একই দলের মারুফ আহমেদ পান গোল্ডেন বুট পুরস্কার। সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস পান চ্যাম্পিয়ন দলের ফারহান শাহরিয়ার। প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর নাফিস আনোয়ার।
×