ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ১১:৫২, ৩১ অক্টোবর ২০১৯

 শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তানকে তাদেরই মাটিতে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে শ্রীলঙ্কা। অনেকেই তাই নড়েচড়ে বসেছিলেন, কী হয়! কিন্তু অসিদের কাছে যে পাত্তা পেল না লাসিথ মালিঙ্গার দল। এ্যাডিলেডে প্রথম ম্যাচে ১৩৪ রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচে সফরকরীদের ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ব্রিসবেনে বুধবার স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১৯ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। জবাবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবারের মতো ঘরের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা দুই তরকা ডেভিড ওয়ার্নার (৬০*) ও স্টিভেন স্মিথের (৫৩*) আগ্রাসি ব্যাটিংয়ে মাত্র ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হয়েছেন ন্যাটা ওপেনার ওয়ার্নার। শুক্রবার মেলবোর্নে আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ ম্যাচ। ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক এ্যারন ফিঞ্চকে (০) তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন সফরকারী অধিনায়ক মালিঙ্গা। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়ার্নার ও স্মিথকে কোন পরীক্ষায় ফেলতে পারেননি লঙ্কান বোলাররা। আগের ম্যাচে আন্তর্জাতিক টি০তে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ওয়ার্নার ৩০ বলে ৭ চারে তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪১ বলে ৯ চারে অপরাজিত থাকেন ৬০ রানে। আর আগের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া স্মিথের ফিফটি আসে ৩২ বলে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটি তার প্রথম টি২০ হাফ সেঞ্চুরি। ৩৬ বলে ৬ চারে ৫৩ রানে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই রান আউটে ফেরেন কুসল মেন্ডিস (১)। দ্বিতীয় উইকেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লঙ্কানরা। দানুশকা গুনাথিলাকার সঙ্গে ২৮ রানের জুটি গড়েন আভিস্কা ফার্নান্দো। তবে এই জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। শেষ ৭ ব্যাটসম্যানের কেউই ছাড়াতে পারেননি ১০। সর্বোচ্চ ২৭ রান আসে কুসল পেরেরার ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বিলি স্ট্যানলেক, প্যাট কামিন্স, এ্যাডাম জাম্পা ও এ্যাস্টন এ্যাগার। স্কোর ॥ শ্রীলঙ্কা- ১১৭/১০ (১৯ ওভার; গুনাথিলাকা ২১, কুসল মেন্ডিস ১, ফার্নান্দো ১৭, কুসল পেরেরা ২৭, দিকওয়েলা ৫, শানাকা ১, হাসারাঙ্গা ১০, উদানা ১০, সান্দাকান ১০, মালিঙ্গা ৯, প্রদিপ ২*; স্ট্যানলেক ২/২৩, কামিন্স ২/২৯, এ্যাগার ২/২৭, জাম্পা ২/২০)। অস্ট্রেলিয়া- ১১৮/১ (১৩ ওভার; ফিঞ্চ ০, ওয়ার্নার ৬০*, স্মিথ ৫৩*; মালিঙ্গা ১/২৩)। ফল ॥ অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। সিরিজ : তিন ম্যাচের টি২০ অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে।
×