ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসি ম্যাজিকে উড়ে গেল ভায়াদোলিদ

প্রকাশিত: ১১:৫১, ৩১ অক্টোবর ২০১৯

 মেসি ম্যাজিকে উড়ে গেল ভায়াদোলিদ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও স্বরূপে ফিরেছেন লিওনেল মেসি। মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষেও নিজের জাদু দেখিয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার। তার অসাধারণ পারফর্মেন্সের নৈপুণ্যেই স্প্যানিশ লা লিগায় কাতালান ক্লাবটি এদিন ৫-১ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে রিয়াল ভায়াদোলিদকে। এই ম্যাচে একাই দুই গোল করেছেন লিওনেল মেসি। দুটি গোলে সতীর্থদের সহায়তাও করেছেন এলএম টেন। দিনের আরেক ম্যাচে আলাভেস ১-১ গোলে ড্র করেছে শক্তিশালী এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। স্প্যানিশ লা লিগায় ন্যু ক্যাম্পে এদিন ভায়াদোলিদকে আতিথ্য দেয় আর্নেস্তো ভালভার্ডের দল। এই ম্যাচ দেখতে ন্যু ক্যাম্পে উপস্থিত হয় প্রায় ৬০ হাজার দর্শক। তবে সমর্থকদের হতাশ করেননি স্বাগতিক দলের প্রিয় তারকা লিওনেল মেসি। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই প্রথম এগিয়ে যায় বার্সিলোনা। গোলদাতা ক্লেমেন্ট ল্যাঙ্গেল্ট। তবে গোল হজম করেই যেন জ্বলে ওঠে সফরকারী দল। ১৫ মিনিটেই মার্ক-আন্দ্রেটার স্টেগানের ছোট ভুলে সমতায় ফিরে ভায়াদোলিদ। গোল করে দলকে সমতায় ফেরানোর কাজটা করেন কিকো অলিভাস। কিন্তু এই সময়টাতে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করে তুলেন মেসি। প্রথমার্ধের ২৯ মিনিটে আর্তুরো ভিদালকে দিয়ে গোল করিয়ে বার্সিলোনাকে এগিয়ে দেন এলএম টেন। তার পাঁচ মিনিট পরই যেন শুরু মেসির জাদু। দুর্দান্ত এক কার্লিং ফ্রি-কিকে ভায়াদোলিদের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই ফ্রি-কিকে ভায়াদোলিদ গোলরক্ষক জোর্দি মাসিপের কিছুই করার ছিল না। এর ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে আর্নেস্তো ভালভার্ডের দল। বিরতির পর এ্যান্থনি গ্রিজম্যানের পরিবর্তে মাঠে নামেন আনসু ফাতি। ১৭ বছরে পা রাখার আগে এটাই ছিল তার শেষ ম্যাচ। ৭৫ মিনিটে স্বাগতিকদের আবারও গোল উৎসবের সূচনা। নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। ৭৭ মিনিটে আবারও ভায়াদোলিদের জালে বল জড়ায় স্বাগতিকরা। এবার গোলদাতার নাম লুইস সুয়ারেজ। এই নিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকার। তবে সুয়ারেজের গোলের সহায়তা করেছেন যথারীতি লিওনেল মেসি। ইনজুরি টাইমে ভুল করে বসেন বার্সিলোনার অধিনায়ক। যে কারণে হ্যাটট্রিক পাওয়া হয়নি আর্জেন্টাইন সুপারস্টারের। তবে দলকে বড় জয় উপহার দিয়ে স্বাগতিক সমর্থকদের ঠিকই আনন্দে ভাসিয়েছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক না করতে পারলেও ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের রাতটি ছিল পুরোটাই মেসিময়। পুরো ম্যাচে দুটি গোল ও দুটি এসিস্ট ছাড়াও অলরাউন্ড পারফর্মেন্সে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করেছেন এলএম টেন। তাতে দারুণ খুশি বার্সিলোনার কোচ। শুধু তাই নয়, আর্নেস্তো ভালভার্ডের বিশ্বাস এখনও অনেক কিছুই দেয়ার বাকি আছে মেসির। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বার্সিলোনার কোচ বলেন, ‘এখনও সে পূর্ণ ফিটনেস ফিরে আসার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিদিনই তার উন্নতি হচ্ছে। আমি জানি না এই মুহূর্তে আমার কি বলার আছে।’ ভায়াদোলিদের মিডফিল্ডার মাইকেলও প্রশংসায় ভাসিয়েছেন লিওনেল মেসিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার পা থেকে যেন প্রতিদিনই জাদু বেরিয়ে আসে। এটা শুধু উপভোগের বিষয়। আর দিনশেষে প্রশংসার বিষয়।’ এই জয়ের ফলে ১০ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সিলোনা। তাদের দুই ঘণ্টা আগে এ্যাটলেটিকো মাদ্রিদ আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বার্সিলোনার সঙ্গে সমতায় ফিরতে পারেনি। তাদের সংগ্রহে এখন রয়েছে ২০ পয়েন্ট। অবস্থান তৃতীয়। দুইয়ে রয়েছে গ্রানাডা। বার্সিলোনার সমান ম্যাচ খেলা গ্রানাডার সংগ্রহেও ২০ পয়েন্ট। কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অবস্থান লীগ টেবিলের ৬ নম্বরে। বুধবার পর্যন্ত ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১৮ পয়েন্ট।
×