ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাকিবের জন্য মন কাঁদছে জামালের

প্রকাশিত: ১১:৫০, ৩১ অক্টোবর ২০১৯

 সাকিবের জন্য মন কাঁদছে জামালের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় মনটা বেজায় খারাপ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশের টেস্ট ও টি২০ দলের অধিনায়ককে (নিষিদ্ধ হওয়ার কারণে এখন অধিনায়ক নন) এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। জুয়াড়ির প্রস্তাব আইসিসিকে না জানানোর কারণে এ শাস্তি পেতে হয়েছে বাংলাদেশের জান সাকিব আল হাসানকে। শুধু বাংলাদেশ নয়, বিষয়টি নাড়া দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে। ম্যাচ ফিক্সিং না করেও শুধু তথ্য না জানানোর কারণে সাকিবের এমন শাস্তি মেনে নিতে পারছেন না তার ভক্তকুলেরা। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতিতে মনটা খারাপ জামালেরও। তাইতো তিনি পরশু সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তারকা এই মিডফিল্ডার। বিষয়টি নিয়ে বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জামালের কাছে জানতে চাওয়া হয়। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম আবাহনীর হয়ে মাঠে নামার আগে সাকিবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে জামাল বলেন, ‘ও, এটাতো আমার এডমিন দিয়েছে। আমি দেইনি। তবে সাকিবের জন্য খারাপ লাগছে। এ সময় সাকিবের জন্যই মানুষ ক্রিকেটকে ফলো করে। সে একজন মহান ও সত্যিকারের নেতা। সবাই আসলে তাকে খুব মিস করবে। আমি যখন খেলা দেখি সাকিবের জন্যই দেখি। তবে ও যদি নিয়ম অনুসরণ না করে তাহলে ওকে শাস্তি পেতেই হবে।’ এদিকে চোট কাটিয়ে পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জামাল ভুঁইয়া। সেমিফাইনালে গোকুলাম কেরালার বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। সে সময় তার চোট গুরুতর নয় জানিয়ে আবাহনী কোচ মারুফুল হক বলেছিলেন, ‘প্রতিপক্ষের একজন ফুটবলারের আঘাতে চোট পেয়েছেন জামাল। এ কারণে ওকে তুলে নিই। ওর ট্রিটমেন্ট চলছে। আশা করছি ফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবে’। গতকাল এ বিষয়ে বুয়েটের শরীরচর্চা বিভাগের এই শিক্ষক বলেন, ‘এখন আর কোন সমস্যা নেই। পুরোপুরি ফিট জামাল’।
×