ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাজ ফার্মাকে জরিমানা

প্রকাশিত: ১০:৫৩, ৩১ অক্টোবর ২০১৯

লাজ ফার্মাকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ওষুধ বিক্রির প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে বিশ্বস্ত ‘লার্জ ফার্মা’। মানুষের এ সরল বিশ্বাসকে পুঁজি করে বেশি মূল্য আদায় করছে প্রতিষ্ঠানটি। এক ভোক্তা এমন অভিযোগ করেন। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ওই ভোক্তার অভিযোগের ভিত্তিতে মিরপুর-১০ এর লাজ ফার্মা শাখায় অভিযান চালিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মণ্ডল জানান, লাজ ফার্মার মিরপুর-১০ এর শাখা থেকে এক ক্রেতা ঠরঃধসরহ উ-৩ নামের ওষুধ কেনেন ২৮০ টাকা দিয়ে। কিন্তু ওষুধটির নির্ধারিত মূল্য ২৪০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রেতার কাছে নির্ধারিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি রেখেছে। বিষয়টি অধিদফতরের শুনানিতে প্রমাণিত হয়। এ বিষয়ে লাজ ফার্মার কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোন বক্তব্য দিতে পারেনি। এ অপরাধে অভিযুক্ত লাজ ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ আইন অনুযায়ী অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দুই হাজার ৫০০ টাকা দেয়া হয় বলে জানান তিনি।
×