ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের পাঁচ রাজ্যে একযোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন হবে

প্রকাশিত: ১০:৫০, ৩১ অক্টোবর ২০১৯

 ভারতের পাঁচ রাজ্যে একযোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন হবে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের পাঁচটি রাজ্যে একযোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে। বাংলাদেশের সরকারের নেয়া কর্মসূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে মুজিব শতবার্ষিকী উদযাপনের জন্য এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশন (আইইটিও) এবং চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রিস (সিডব্লিউসিসিআই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই সমঝোতা স্বাক্ষর করে। ঢাকায় সফররত আইইটিও -এর প্রেসিডেন্ট ড.আসিফ ইকবালের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দলের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়-কালে এসব তথ্য প্রকাশ করা হয়। রাজধানীর বারিধারায় হোটেল ডেস-এ অনুষ্ঠিত এ সভায় জানানো হয়- মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১০ দেশে এই কর্মসূচী পালন করা হবে। এ বিষয়ে সিডব্লিউসিসিআই সভাপতি মনোয়ারা হাকিম আলি জানান, ভারতের দিল্লী, কলকাতা, আগরতলা, চেন্নাই ও হায়দ্রাবাদে একযোগে মুজিববর্ষ পালন করা হবে। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচী থাকবে। পাকিস্তানী গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের তথ্যবহুল জীবনী গ্রন্থ প্রকাশ, আগরতলা ষড়যন্ত্রের ওপর ও ১৯৫২ সালে বঙ্গবন্ধুর চীন সফরের ওপর দুটো দালিলিক গ্রন্থ প্রকাশ, দুর্লভ ছবি প্রদর্শন, প্রবন্ধ রচনা, চিত্রকলা প্রদর্শনী, সংস্কৃতিক প্রতিযোগিতাসহ স্মৃতিকথার মতো কর্মসূচী দিয়ে বর্ণাঢ্য করে তোলা হবে মুজিববর্ষকে। এসব রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন এনজিও সংগঠন মুজিববর্ষে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পর্যটন বিশেষজ্ঞ হাকিম আলী সাংবাদিকদেরকে জানান, আইইটিও -এর প্রতিনিধিদল চট্টগ্রাম ও ঢাকা সফরের সময় এদেশে তাদের বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছে।
×