ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন দাবিতে শ্রীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১০:২১, ৩১ অক্টোবর ২০১৯

 বকেয়া বেতন দাবিতে শ্রীপুরে পোশাক  শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা চালু করার দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা বুধবার বিক্ষোভ ও সমাবেশ করেছে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র‌্যালিও করেছে। আন্দোলনরত শ্রমিকরা জানায়, গাজীপুরের শ্রীপুরস্থিত দ্য ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং মিলস কারখানার শ্রমিকরা গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এবং ওভারটাইমের বকেয়া টাকা পাওনা রয়েছে। বকেয়া বেতন ভাতার পরিশোধের দাবিতে গত কয়েক মাস ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। কিন্তু শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে কোন প্রকার নোটিস ছাড়াই হঠাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বন্ধ ঘোষণা করে কারখানাটিতে তালা ঝুলিয়ে দেয়। এতে কারখানার কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে বিপাকে পড়ে যায়। এরপর হতেই প্রায় প্রতিদিন শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে কারখানা গেটে জড়ো বিক্ষোভ করতে থাকে। ওই দাবিতে বুধবার সকাল হতে শ্রমিকরা কারখানা গেটে জড়ো হতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে।
×