ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম পলোগ্রাউন্ডে মাসব্যাপী এসএমই এক্সপো শুরু কাল

প্রকাশিত: ১০:০৮, ৩১ অক্টোবর ২০১৯

 চট্টগ্রাম পলোগ্রাউন্ডে  মাসব্যাপী এসএমই  এক্সপো শুরু কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী ইন্টারন্যাশনাল উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ। বিকেলে মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় মেলা কমিটির পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কেএম হাবিবউল্লাহ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও লায়ন জেলা গবর্নর কামরুন মালেক। মেলায় ছোট-বড় প্রায় ৩৫০ স্টল এবং ১৫টি প্যাভিলিয়ন থাকবে। স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক, ইস্পাহানি গ্রুপ, টেলিটকসহ কয়েকটি প্রতিষ্ঠান। মেলা কমিটির আহবায়ক ও উইমেন চেম্বারের সিনিয়র সহসভাপতি ডাঃ মুনাল মাহবুব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন। এর ফলে নারীরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামে এটি উইমেন চেম্বারের ১৩তম আয়োজন। এ মেলা দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্মিলন। এ বছর বাহরাইন, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক প্রতিনিধি মেলা পরিদর্শন করবেন। মেলার কান্ট্রি ম্যানেজার হিসেবে রয়েছে ইন্দোনেশিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবিদা মোস্তফা, উইমেন চেম্বারের সহসভাপতি রেখা আলম চৌধুরী, নিশাদ ইমরান, সাহেলা আবেদিন ও ফেরদৌসি ইয়াসমিন।
×