ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১০:০৭, ৩১ অক্টোবর ২০১৯

টুকরো খবর

ঘুষের টাকাসহ আনসার আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ঘুষ গ্রহণের সময় সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্য ইজ্জত আলীকে হাতেনাতে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে শহরের পলাশপোল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এ সাজা প্রদান করেন। ৪২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ অক্টোবর ॥ কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভাবনা (৫) নামের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলেঙ্গার পৌলি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ভাবনা উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে। কালিহাতী থানা পুলিশ জানান, বুধবার সকালে এলেঙ্গার পৌলি নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরতে জাল ফেলে। পরে তাদের জালে শিশু ভাবনার মরদেহ দেখে তারা শিশুটির পরিবারকে খবর দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। জেএমবি জঙ্গীর ৩ বছরের কারাদন্ড স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিস্ফোরক দ্রব্য বহন করায় সিরাজগঞ্জে নূর ইসলাম সাগর নামে এক জেএমবি সদস্যকে তিন বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জের শিশু আদালত-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ প্রদান করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর রাত ২টার সময় নূর ইসলাম সাগরসহ ৫ জন জিএমবি সদস্য বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রাজশাহী থেকে ধূমকেতু ট্রেনে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে নামলে র‌্যাব-১২’র একটি টহল দল তাদের তল্লাশি করে ৪টি টাইম বোমা, বিপুল পরিমাণ ডেটোনেটর, পাওয়ার জেল, পাওয়ার রেগুলেটর, ক্লিপ টাইপ সার্কিটসহ ৪৭টি জেহাদী বই উদ্ধার করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের জন্য নীলফামারীর অংশের ২২ কিলোমিটার এলাকায় ৫ বছর আগে তিনগুণ মূল্য দিয়ে সড়ক ও জনপদ বিভাগ জমি অধিগ্রহণ করেছিল। কিন্তু জমির মালিকেরা তাদের সেই জায়গা জমি না ছেড়ে সেখানে একের পর এক অবকাঠামো, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে বসে। যার সংখ্যা প্রায় পাঁচশতাধিক। বুধবার সকাল হতে এ সমস্ত অবৈধ দখল উচ্ছেদ শুরু করে নীলফামারীর সড়ক ও জনপদ। সীমানা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫ সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ৩০ অক্টোবর ॥ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সোনারগাঁ পাঁচআনি গ্রামে বুধবার দুপুরে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনি গ্রামের আব্দুল লতিফের সঙ্গে তার প্রতিবেশী আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে দু’পক্ষের বাড়ির সীমানা নির্ধারণ করার জন্য একজন সার্ভেয়ার ডেকে আনেন। গৃহবধূ হত্যাকারীর ফাঁসি দাবি নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩০ অক্টোবর ॥ শাহজাদপুরে গৃহবধূ রিতা খাতুন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। বুধবার সকাল ১০টায় শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর যমুনা রক্ষা বাঁধে গ্রামবাসীর আয়োজনে উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীরা আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল শাহজাদপুর) ফাহমিদা হক শেলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিনোটিয়া ঘটনাস্থলে যাওয়ার সময় তাদের সামনেই গ্রামবাসী বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সাংবাদিকরা বিক্ষোভের ভিডিও ধারণ করার সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী ভিডিও ধারণে বাধা প্রদান করেন। হাঁসের খামারে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ অক্টোবর ॥ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নাইয়াপাড়া গ্রামে মজুমদার হাঁসের খামারে মঙ্গলবার রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে খামার ও চার শতাধিক হাঁসের বাচ্চা পুড়ে মারা গেছে। প্রাণে রক্ষা পেয়েছে আট শতাধিক হাঁসের বাচ্চা ও তত্ত্বাবধায়ক রিগেন মজুমদার ও তার দুই শিশুপুত্র হৃদয় ও জয়ন্ত। এ ঘটনায় বুধবার আমতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নাইয়াপাড়া গ্রামের সুদীপ্ত মজুমদার গত দেড় মাস আগে একটি হাঁসের খামার স্থাপন করে। ওই খামারে এক হাজার দুই শ’ হাঁসের বাচ্চা লালন পালনের জন্য উঠায়। ওই খামার দেখাশোনা করে খামার মালিক সুদীপ্ত মজুমদারের ভাইয়ের ছেলে রিগেন মজুমদার। মঙ্গলবার রাতে ওই খামারে তত্ত্ব¡াবধায়ক রিগেন মজুমদার ও তার দুই শিশুপুত্র হৃদয় ও জয়ন্ত ঘুমিয়েছিল। গভীর রাতে ওই খামারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সংবাদদাতা, সাভার, ৩০ অক্টোবর ॥ আশুলিয়ার প্রায় ২ কি.মি. এলাকার পাঁচ শতাধিক পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকালে আশুলিয়া থানাধীন কাঠগড়ার আমতলা এলাকায় পুলিশের সহায়তায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
×