ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএনএ টেস্ট

যশোরে ধর্ষক কর্মকর্তাই শিশুটির বাবা

প্রকাশিত: ১০:০৫, ৩১ অক্টোবর ২০১৯

 যশোরে ধর্ষক  কর্মকর্তাই শিশুটির বাবা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরের সেই কিশোরীর সদ্য জন্ম দেয়া শিশুর ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী তার জন্ম দেয়া শিশুর পিতা মণিরামপুরের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী কর্মকর্তা গোলাম কিবরিয়া। যার ধর্ষণে ১২ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে গত ৫ সেপ্টেম্বর সন্তান জন্ম দেয়। কিন্তু এতদিন অস্বীকার করে আসছিলেন গোলাম কিবরিয়া। মণিরামপুর থানার এসআই সৌমেন কুমার দাস জানান, গত ২৭ অক্টোবর সদ্য জন্ম নেয়া শিশুর ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। এতে কিবরিয়া ওই সন্তানের পিতা বলে নিশ্চিত হওয়া গেছে। খুব দ্রুতই এ ঘটনায় হওয়া মামলার চার্জশীট দেব আদালতে। প্রসঙ্গত, মণিরামপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপজেলা সহকারী কর্মকর্তা কিবরিয়া একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে ওই কিশোরী থাকতেন। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করেন কিবরিয়া।
×