ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে যৌতুকের জন্য গৃহবধূ খুন ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ১০:০২, ৩১ অক্টোবর ২০১৯

 গাজীপুরে যৌতুকের  জন্য গৃহবধূ  খুন ॥ স্বামী  পলাতক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ যৌতুকের দাবিতে বাকপ্রতিবন্ধী এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে নিহতের লাশ চট্টগ্রাম থেকে গাজীপুরের কালীগঞ্জে বাবার বাড়িতে পাঠিয়ে পালিয়েছে স্বামী। পুলিশ মঙ্গলবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের মা রহিমা বেগম জানান, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের সরকারবাড়ির মৃত আব্দুল আজিজের বাকপ্রতিবন্ধী মেয়ে মারজিয়া আক্তার লিপির (৩৪) সঙ্গে একই গ্রামের হাসিমুদ্দিন সরকারের ছেলে মোশারফ হোসেন সরকারের প্রায় ১৮/১৯ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দু’মেয়ে রয়েছে। মোশারফ তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে চট্টগ্রামের হালিশহরে ভাড়া বাসায় থেকে ঠিকাদারি কাজ করত। যৌতুকের দাবিতে বিয়ের পর হতেই স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। প্রায়শ মোশারফ তার স্ত্রীকে নানা নির্যাতন করত। প্রায় তিন বছর আগে স্বামীর নির্যাতনের কারণে লিপির বাম চোখ নষ্ট হয়। মঙ্গলবার বিকেলে স্বামীর মারধরে লিপি নিহত হয় বলে হালিশহরের প্রতিবেশীরা নিহতের স্বজনদের জানায়। স্ত্রীকে হত্যার পর লাশ একটি এ্যাম্বুলেন্সে বুধবার ভোরে গাজীপুরের কালীগঞ্জে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় লিপির স্বামী। মোশারফের অসংলগ্ন কথাবার্তায় নিহতের স্বজনদের সন্দেহ হলে তারা কালীগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। এসময় মোশারফ কালীগঞ্জের বাড়ি থেকে পালিয়ে যায়।
×